প্যারিস, 25 অগাস্ট : ভারতীয় সেনায় কর্মরত প্রথম জেনেরাল হিসেবে ফ্রান্সের 1200 কিলোমিটারের সাইক্লিং ইভেন্ট শেষ করলেন লেফটেনন্ট জেনেরাল অনিল পুরি । 19 অগাস্ট প্যারিস থেকে শুরু হওয়া 1200 কিলোমিটারের এই রেসটি শেষ হয় 23 অগাস্ট । 56 বছর বয়সি অনিল পুরি লাগাতার 90 ঘণ্টা সাইকেল চালিয়ে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই ইভেন্ট শেষ করার কৃতিত্ব অর্জন করেন । 90 ঘণ্টায় ঘুম বা বিশ্রামও নেওয়া হয়নি তাঁর ।
90 ঘণ্টা জেগে 1200 কিলোমিটার সাইক্লিং, নজির লেফটেনন্ট জেনেরাল অনিল পুরির
19 অগাস্ট প্যারিস থেকে শুরু হওয়া 1200 কিলোমিটারের রেসটি শেষ হয় 23 অগাস্ট । 56 বছর বয়সি অনিল পুরি লাগাতার 90 ঘণ্টা সাইকেল চালিয়ে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই ইভেন্ট শেষ করার কৃতিত্ব অর্জন করেন ।
1200 কিলোমিটারের এই সাইক্লিং ইভেন্টে ভারত থেকে মোট 367 জন অংশগ্রহণ করেন । তবে রেসটি শেষ করতে সক্ষম হন মাত্র 80 জন । ভারত ছাড়াও 60টি দেশ থেকে মোট 6500 জন এই ইভেন্টে অংশগ্রহণ করেন ।
ইভেন্ট শেষ করার পর লেফটেনন্ট জেনেরাল পুরি বলেন, "মানুষের মস্তিষ্ক খুব সুন্দর একটি যন্ত্রের মতো । মস্তিষ্ককে সবসময় উত্তেজিত রাখতে হয়, কাজের মধ্যে রাখতে হয় । প্রতি তিন বা পাঁচ বছর অন্তর অন্তর আমাদের শখ পরিবর্তন করে নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা অর্জন করা উচিত । ভারতীয়রা সাধারণত পাহাড়ে সাইকেল চালায় না । এর জন্য আমরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি । আমি সেই চ্যালেঞ্জটাই নিতে চেয়েছিলাম ।"