পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SAFF U-16 Championship: অনূর্ধ্ব-16 সাফ জয়ে ভারতীয় দলকে অভিনন্দন বার্তা ক্রীড়ামন্ত্রীর

SAFF U-16 Championship 2023 Final: অনূর্ধ্ব-16 সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত, অভিনন্দন জানালেন অনুরাগ ঠাকুর ৷ ফাইনালে বাংলাদেশকে 2-0 গোলে হারিয়েছে টিম ইন্ডিয়া।

সৌঃ টুইটার
SAFF U 16 Championship

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 4:22 PM IST

থিম্পু, 11 সেপ্টেম্বর:সাফ অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ খেতাব জয় ভারতীয় ফুটবল দলের। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ফাইনালে 2-0 গোলে ভারত হারিয়েছে বাংলাদেশকে। জয়ের উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন ভারতের ছোটরা। সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে ছোটদের জয়ে অভিনন্দন জানালেন অনুরাগ ঠাকুর ৷ ভরত লাইরেনজামের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ভরত। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লেভিস জাংমিনলুন। বাংলাদেশ চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি ৷

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার টুইট করে লেখেন, "বাংলাদেশের বিপক্ষে 2-0 জয়ের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য মেন ইন ব্লু'কে অনেক অভিনন্দন জানাচ্ছি ৷ পাঁচবার এই খেতাব জয়ের জন্য আরও অভিনন্দন ৷ চ্যাম্পিয়নশিপ জিততে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স দেখিয়েছে তা চমকপ্রদ ৷" এরপর তিনি লেখেন, "ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যত উজ্জ্বল ৷ আমাদের ছেলেরা পোডিয়ামে দ্যুতি ছড়িয়েছে ৷" রবিবার ফাইনালে ম্যাচের আট মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন ভরত লাইরেনজ্যাম। 74 মিনিটে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভিস জ্যাঙ্গমিনলুন। সেই স্কোরলাইন ধরে রেখে পঞ্চমবার অনূর্ধ্ব-16 সাফে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।

জয়ের পর ছেলেদের উদ্দেশ্যে ভারতীয় দলের কোচ ইসফাক আহমেদ বলেন, "তোমরা সবাইকে গর্বিত করেছ। এই জয় তোমাদের কেরিয়ারের শুরু। এরকমভাবেই খেলে যাও। খুব ভালো খেলছ। ওয়েল ডান ভারত ৷ এই টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের বিরুদ্ধে দু'টি ম্যাচই 1-0 ব্য়বধানে জিতে ভারত গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করেছিল। আক্রমণাত্মক ও প্রাণবন্ত ফুটবল এই টুর্নামেন্টে ভারতের জয়ের পথ সুগম করেছে । সেমিফাইনালে ভারত 8-0 গোলে হারিয়ে দিয়েছিল মালদ্বীপকে। সবচেয়ে বড় কথা এই প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হল একটিও গোল হজম না-করেই। ম্যাচ জয়ের পর ছোটদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ গতকাল টুইট করে তিনি লেখেন, "বাংলাদেশের বিপক্ষে আমাদের ছেলেদের অসাধারণ পারফরম্যান্স। আমরা সকলে গর্বিত ৷"

আরও পড়ুন:সাত দিন পরে ডুরান্ড ট্রফি এল বাগানে, স্পেনে সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী বাগান সচিব

ABOUT THE AUTHOR

...view details