থিম্পু, 11 সেপ্টেম্বর:সাফ অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ খেতাব জয় ভারতীয় ফুটবল দলের। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ফাইনালে 2-0 গোলে ভারত হারিয়েছে বাংলাদেশকে। জয়ের উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন ভারতের ছোটরা। সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে ছোটদের জয়ে অভিনন্দন জানালেন অনুরাগ ঠাকুর ৷ ভরত লাইরেনজামের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ভরত। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লেভিস জাংমিনলুন। বাংলাদেশ চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি ৷
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার টুইট করে লেখেন, "বাংলাদেশের বিপক্ষে 2-0 জয়ের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য মেন ইন ব্লু'কে অনেক অভিনন্দন জানাচ্ছি ৷ পাঁচবার এই খেতাব জয়ের জন্য আরও অভিনন্দন ৷ চ্যাম্পিয়নশিপ জিততে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স দেখিয়েছে তা চমকপ্রদ ৷" এরপর তিনি লেখেন, "ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যত উজ্জ্বল ৷ আমাদের ছেলেরা পোডিয়ামে দ্যুতি ছড়িয়েছে ৷" রবিবার ফাইনালে ম্যাচের আট মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন ভরত লাইরেনজ্যাম। 74 মিনিটে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভিস জ্যাঙ্গমিনলুন। সেই স্কোরলাইন ধরে রেখে পঞ্চমবার অনূর্ধ্ব-16 সাফে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।