প্যারিস, 10 জুন: কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও নজির ছোঁয়া হল না ক্যারোলিনা মুচোভার ৷ খেতাবি লড়াইয়ে শেষ হাসি হাসলেন মহিলাদের 1 নম্বর ইগা শিয়নতেক ৷ 2020, 2022 সালের পর ফের লাল কোর্টের রানির মুকুট মাথায় পড়লেন পোল্যান্ডের বছর 22-এর টেনিস তারকা ৷
একটিও সেট না হেরে ফাইনালে উঠেছিলেন শিয়নতেক ৷ অন্যদিকে, মুচোভা খুইয়েছিলেন মাত্র দু'টি সেট ৷ ফলে টেনিসবোদ্ধারা ভেবেছিলেন ফাইনালে টান টান লড়াই হবে ৷ ঠিক সেই লড়াইটাই দেখল প্যারিসের ফিলিপ কার্টিয়ের লাল সুড়কি । হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি পোল্যান্ডের টেনিস রানি হাসলেও কম গেলেন না মুচোভাও ৷ পালটা লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা প্রতিপদে বুঝিয়ে দিলেন, লড়াইটা সহজ নয় ।
শেষ চারে ব্রাজিলের হাদ্দাদ মাইয়াকে কার্যত উড়িয়ে দিয়েছিলেন শিয়নতেক । ফাইনালেও খেলাটা সেখান থেকেই ধরেছিলেন । প্রথম সেটে 6-2 গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন পোলিশ তারকা । ফলে অনেকেই ভেবেছিলেন, তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর সামনে বিনা লড়াইয়েই আত্মসমর্পণ করবেন মুচোভা । যদিও দ্বিতীয় সেটেই ঝলক দেখালেন চেক খেলোয়াড় । 7-5 গেমে শিয়নতেককে হারিয়ে প্রবলভাবে ম্যাচে ফেরেন ।