কলকাতা, 27 জুলাই:চলতি মরশুমে কলকাতা লিগে (প্রিমিয়র ডিভিশন) পিয়ারলেস স্পোর্টস ক্লাব বনাম টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। এই ম্যাচের বিষয়ে তদন্তের জন্য কলকাতা পুলিশকে চিঠি দিলেন সচিব অনির্বাণ দত্ত। ম্যাচ গড়াপেটা বিতর্কের নিষ্পত্তি টানতে রাজ্যের ক্রীড়া নিয়ামক সংস্থার পুলিশের দ্বারস্থ হওয়ার ঘটনা এই প্রথম। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, অভিযোগ উঠেছে এবং তা খতিয়ে দেখতে পুলিশের হস্তক্ষেপই সঠিক পদক্ষেপ। তাহলে প্রকৃত সত্যটা সামনে আসবে।
ময়দানে এমন ঘটনা যদি ঘটে থাকে তাহলে তা অবিলম্বে বন্ধ হবে। গড়াপেটার কথা নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। আইএফএ ফুটবলকে কলঙ্কমুক্ত রাখতে শেষ পর্যন্ত যাবে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ক্লাব এবং ফুটবলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার আগে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। টালিগঞ্জ বনাম পিয়ারলেস ম্যাচের একমাত্র গোল নিয়ে যাবতীয় বিতর্ক। 18 জুলাই চুঁচুড়ায় পিয়ারলেস একমাত্র গোলে টালিগঞ্জকে হারায়। সেই ম্য়াচে গোল নিয়ে অ্যান্টি ম্যাচ ফিক্সিং সংস্থা আইএফএকে চিঠি পাঠিয়ে সতর্ক করে।
আরও পড়ুন:পাঁচ গোলে 'বেলাইন' রেল, চার বছর পর ঘরের মাঠে স্মরণীয় প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের