কলকাতা, 6 জুলাই : ময়দানের বল গড়ানোর চেষ্টায় ছোট্ট ধাক্কা । আজ, বুধবার 6 জুলাই থেকে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার তরফে ময়দানে চতুর্থ ও পঞ্চম ডিভিশন (এ ও বি গ্রুপ) লিগের খেলা শুরু করার কথা ছিল । কিন্তু তা করা গেল না কিছু প্রশাসনিক কাগজপত্রের কাজ শেষ না হওয়ায় এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর আপত্তিতে । দুই বছর পরে লিগ শুরু হওয়ার খবরে অংশগ্রহণকারী ক্লাবগুলো খুশি ছিল ।
আইএফএ (IFA) সচিব অনির্বাণ দত্ত বলেন, “20জুন দায়িত্বে এসেছি। মাঝের কয়েক সপ্তাহে পুরো প্রক্রিয়াটি মসৃণ করা সহজ নয় । আইএফএ ক্লাবের স্বার্থ দেখতে বাধ্য । ফলে ক্লাবেরাই যখন অনুরোধ করে 6 তারিখ লিগ শুরু হলে দল নামানো সম্ভব হবে না, তখন তো কিছু করার থাকে না । তাছাড়া কাগজপত্রের নথিভুক্তকরণের বিষয়টি অনেকটা সময় সাপেক্ষ । যেখানে ফেডারেশনেরও একটা ভূমিকা রয়েছে । তাছাড়া নিচের ডিভিশনের খেলা বয়সভিত্তিকদের জন্য । তাদের স্কুলে পরীক্ষা রয়েছে । যা শেষ হবে 8 জুলাই । তাই আমরা নতুনভাবে সূচি তৈরি করছি । সব ঠিক থাকলে 11 জুলাই থেকে বল গড়াবে ।’’