পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"চৌর্যবৃত্তি করে এতবড় সম্মান পাওয়া যায় না", তেনজিং পুরস্কার বিতর্কে প্রতিক্রিয়া বাংলার পর্বতারোহীদের

তেনজিং নোরগে সম্মান পাচ্ছেন না নরেন্দর সিং ৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বাংলার পর্বতারোহীদের মধ্যে ৷

তেনজিং সম্মান পাচ্ছেন না নরেন্দ্র, খুশি দেবাশিস-মলয়রা
তেনজিং সম্মান পাচ্ছেন না নরেন্দ্র, খুশি দেবাশিস-মলয়রা

By

Published : Aug 29, 2020, 11:56 AM IST

Updated : Aug 29, 2020, 8:44 PM IST

কলকাতা, 29 অগাস্ট : তেনজিং নোরগে সম্মান প্রাপকদের তালিকায় হরিয়ানার পর্বতারোহী নরেন্দর সিংয়ের নাম বিতর্ক তৈরি করেছিল ৷ অভিযোগ ছিল, এভারেস্ট জয়ের ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে জাতীয় পুরস্কার পাচ্ছেন নরেন্দর ৷ সেই বিতর্কের জেরে তালিকায় নাম থাকা সত্ত্বেও আজ জাতীয় ক্রীড়াদিবসে তেনজিং নোরগে পুরস্কার দেওয়া হয়নি নরেন্দর সিংকে ৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বাংলার পর্বতারোহী মহলে ৷ এই বিষয়ে মলয় মুখোপাধ্যায়, দেবাশিস বিশ্বাসদের মতো বাংলার পর্বতারোহীরা প্রতিক্রিয়া দিয়েছেন ৷

2016 সালে অসমের নবকুমার ফুকন, মহারাষ্ট্রের সীমা গোস্বামী এবং হরিয়ানার নরেন্দর সিং এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা করেছিলেন । একই সময়ে এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা করেছিলেন বাংলার দুই পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় এবং দেবাশিস বিশ্বাসও । তাই ওই সময়ে যা যা ঘটেছিল তার সাক্ষী নবকুমার ফুকন সহ বাংলার এই দুই পর্বতারোহী ৷ দেবাশিস ও মলয়বাবুর দাবি, সেবার নবকুমার ফুকন ছাড়া বাকি দুজন এভারেস্ট শৃঙ্গ জয় করতে ব্যর্থ হন । সীমা গোস্বামীকে অসুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হয় এবং নরেন্দর সিং শৃঙ্গ জয় করতে পারেননি । তাই তেনজিং সম্মান প্রাপকদের তালিকায় নরেন্দর সিংয়ের নাম দেখে বিস্ময়ে প্রকাশ করেন নবকুমার ফুকন, দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়রা । শুরু হয় বিতর্ক ৷ তেনজিং নোরগে সম্মান প্রাপকদের তালিকায় হরিয়ানার 24 বছরের পর্বতারোহী নরেন্দর সিংয়ের নাম দেখে প্রতিবাদ জানান পর্বতারোহীরা ৷ ক্রমেই তা দাবানলের আকার ধারণ করে ।

নরেন্দর সিংয়ের বিরুদ্ধে প্রথম সরব হন নবকুমার ফুকন

নরেন্দর সিংয়ের বিরুদ্ধে প্রথম সরব হন নবকুমার ফুকন । তিনি বলেছেন, "জাল সার্টিফিকেট দিয়ে এতবড় সম্মান পাওয়া মেনে নেওয়া যায় না । শুনেছিলাম সার্টিফিকেট জোগাড় করেছে । তা নিয়ে বাড়িতে বসে থাকলে আপত্তি ছিল না । কিন্তু সর্বোচ্চ সম্মানের জন্য আবেদন করা এবং তার জন্য নির্বাচিত হওয়া লজ্জার ও কলঙ্কের । অবশেষে ওর বিষয়টি নিয়ে তদন্ত হবে জেনে ভালো লাগছে । দাবি প্রমাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে শুনেছি । এবার সত্যিটা সামনে আসবে । প্রতিবাদ আগেও করেছি, এখনও করছি । কেউ জানতে চাইলেও সত্যটা লুকাবোনা ৷" একই সঙ্গে যোগ করলেন, "কলকাতার সত্যরূপ,দেবাশিস, মলয়, রুদ্রদের সঙ্গে কথা হয় । ওরাও নিশ্চয় সরব হবে ।" হরিয়ানার পর্বতারোহী নরেন্দর সিং 2016 সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন বলে দাবি করে তেনজিং নোরগে সম্মানের জন্য মনোনয়ন পাঠান । তথ্য হিসেবে তিনি এভারেস্ট জয়ের সার্টিফিকেট ছাড়াও অন্য শৃঙ্গ জয়ের সার্টিফিকেটও দেন । পর্বাতোরোহণে তেনজিং নোরগে সম্মান সর্বোচ্চ সম্মান । পর্বতারোহীদের কাছে অর্জুনের সমান ।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে খুশির হাওয়া বাংলার পর্বতারোহীদের মধ্যে

সেদিন আসলে কী ঘটেছিল ? ধর্মতলার আয়কর ভবনের সাততলায় নিজের চেম্বারে বসে পুরো ঘটনার বর্ণনা দিলেন শোনালেন দেবাশিস বিশ্বাস । তাঁর কথায়, "নরেন্দর এভারেস্ট শৃঙ্গ জয় করতে পারেনি ৷ ও আমার সামনে ব্যর্থতার কথা স্বীকার করেছিল । ওয়াকিটকিতে প্রথমেই সেই খবর শুনেছিলাম ৷ বেসক্যাম্প থেকে ওকে সান্ত্বনা দেওয়া হয়েছিল । এরপর ক্যাম্পে ফিরে কান্নায় ভেঙে পড়েছিল । তারপরেও নরেন্দরের এই আচরণ মেনে নেওয়া যায় না । ব্যক্তি নরেন্দরের উপর আমার কোনও রাগ নেই । তবে যেভাবে চৌর্যবৃত্তি করে তেনজিং নোরগে পুরস্কার পাওয়ার চেষ্টা করেছে তা লজ্জার ও কলঙ্কের ।" তিনি আরও বলেন, "সার্টিফিকেট পেয়েছিল শুনেছিলাম । তা নিয়ে বাড়িতে বসে থাকলে কিছু বলতাম না । তাই বলে তেনজিং নোরগে পুরস্কারের জন্য আবেদন করবে ? এ নিয়ে তো প্রতিবাদ হবেই ৷" বলছিলেন আয়কর দপ্তরের উচ্চপদস্থ কর্মী ।

সেবার নবকুমার ফুকন ছাড়া বাকি দুজন এভারেস্ট শৃঙ্গ জয় করতে ব্যর্থ হন

বাংলার আরও এক পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় বলছেন, "এই সম্মান পর্বতারোহণে সর্বোচ্চ সম্মান । সেখানে এই চৌর্যবৃত্তি মেনে নেওয়া যায় না । যেখানে প্রতিবাদ করার আমরা করব ।" একই সঙ্গে যোগ করলেন, "বাংলা সহ অন্যান্য রাজ্যে আরও কত যোগ্য পর্বতারোহী রয়েছেন । তাদের টপকে নরেন্দরের নাম যাওয়াটাই ভুল ।" জাতীয় ক্রীড়া দিবসের আগের দিন রাতে ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়, আপাতত এবছর তেনজিং নোরগে সম্মান পাচ্ছে না নরেন্দর সিং ৷ খবরটা পেয়ে স্বস্তি পেয়েছেন দেবাশিস, মলয়রা ৷ তাদের দাবি, সত্যিটাকে সামনে আসতে দেওয়া হোক ৷

নবকুমার ফুকন, মহারাষ্ট্রের সীমা গোস্বামী এবং হরিয়ানার নরেন্দর সিং এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা করেছিলেন
তেনজিং পুরস্কার বিতর্কে প্রতিক্রিয়া বাংলার পর্বতারোহীদের

তবে পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত এই বিষয়ে মুখ খুলতে রাজি নন । কারণ তেনজিং নোরগে সম্মানের মনোনয়নে তাঁরও নাম ছিল । তবে ক্রীড়াদিবসে তেনজিং সম্মান ঘিরে এমন বিতর্ক শুধু এই মহান পর্বতারোহীর অসম্মানই নয় দেশের মানুষের সামগ্রিক মূল্যবোধের অবক্ষয়ের প্রমাণও বটে ।

Last Updated : Aug 29, 2020, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details