পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: পদকজয়ীরা ফিরলেন দেশে, ক্রীড়ামন্ত্রী দিলেন 'পুরস্কার সম্মান' - পদকজয়ীরা ফিরলেন দেশে

দেশে ফিরতেই পদকজয়ীদের দেওয়া হল সম্মান ৷ অনুরাগ ঠাকুর আজ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের আয়োজন করেন ৷ ভারতের নাম উজ্জ্বল করা অ্যাথলিটদের এদিন দেওয়া হয় বিশেষ সম্মান ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 6:24 PM IST

Updated : Oct 2, 2023, 7:48 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর:চলতি এশিয়াডে যে যে ইভেন্ট শেষ হয়েছে তারমধ্যে অন্যতম সেলিং, উশু, শুটিং টেনিস-সহ ইভেন্টগুলি ৷ এই ইভেন্টে পদকজয়ীরা ইতিমধ্যেই দেশে ফিরেছেন ৷ আজ, সোমবার নয়াদিল্লিতে বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করা পদকজয়ীদের সম্মানিত করা হল ৷ সেইসঙ্গে দেওয়া হল আর্থিক পুরস্কার ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর পদকজয়ীদের দিলেন এই সম্মান ৷

স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার (সাই) তরফ থেকে এদিন একটি টুইট করা হয় ৷ সেই ভিডিয়োয় দেখা যায় দেশের রাজধানীতে আয়োজিত আমাদের গর্বিত শুটিং, সেলিং, টেনিস এবং উশু-সহ বিভিন্ন ইভেন্টে যাঁরা দেশকে পদক দিয়েছেন তাঁদের সংবর্ধনা দেওয়া হচ্ছে ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁদের অভিনন্দন জানাচ্ছেন ৷ এর পাশাপাশি অনুরাগ ঠাকুর টুইট করে লিখেছেন, "আজ নয়া দিল্লিতে এশিয়ান গেমস 2022 থেকে আমাদের শুটিং, টেনিস, সেলিং এবং উশু দল থেকে পদকপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার সম্মান পেয়েছিলাম।"

এরপর তিনি আরও লেখেন, "আমাদের চ্যাম্পিয়নদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ৷ যাঁরা অন্যান্য বারের থেকে ভারতের প্রাপ্য পদকের সংখ্যা বাড়িয়ে দিয়েছে ৷ ভারতের পদক সংখ্যা এখনও অসাধারণ ৷" তাঁর টুইট পর্যন্ত পদকের সংখ্যা ছিল 56 ৷ এরপর তিনি যোগ করেছেন, "এখনও পর্যন্ত ভারতের পদকের সংখ্যা 56 ৷ তার মধ্যে 13টি সোনা রয়েছে ৷ টেনিসে রোমহর্ষক জয়, উশুতে প্রদর্শিত চিত্তাকর্ষক লড়াইয়ের মনোভাব, সেলিংয়ের নজরকাড়া পারফরম্যান্স আমাদের প্রতিযোগীদের কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল ৷ সেইসঙ্গে শুটিংয়ে এ যাবৎকালের শ্রেষ্ট পারফরম্যান্স আমাদের চ্যাম্পিয়ন ক্রীড়াবিদরা তাদের সেরাটা দিয়ে দেশকে গর্বিত করেছে ৷ বিদেশের মাটিতে ভারতের তেরঙা উড়িয়ে জ্বলজ্বল করেছে দেশের নাম ৷"

তিনি আরও লেখেন, "পরবর্তীতে এই সম্মান ভারতকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে ৷ আমাদের এই ভারতের প্রতিযোগীদের আবেগ এবং প্রাণশক্তি দেখতে পেয়ে আমি আনন্দিত ৷ আমি আশ্বস্ত করছি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার পরবর্তী এশিয়ান গেমসের আগে আমাদের অ্যাথলিটদের অক্লান্ত পরিশ্রমকে মান্যতা দেবে ৷ এশিয়ান গেমসে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সমস্ত পদক বিজয়ী, কোচ এবং সহায়তা কর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল।"

আরও পড়ুন:সোনা-রুপো হাতছাড়া সুতীর্থা-ঐহিকার, সেমিতে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল দুই বঙ্গতনয়াকে

Last Updated : Oct 2, 2023, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details