ক্যাটোলিকা (ইতালি), 10 জানুয়ারি : বয়স মাত্র 14 ৷ কিন্তু তার দাবার প্যাঁচের কাছেই কিস্তিমাত বড় বড় ধুরন্ধর ৷ রবিবার ইতালির ভার্গানি কাপে 2500 রেটিং নিয়ে ভারতের 73 তম গ্র্যান্ডমাস্টারের খেতাব জিতে নিল চেন্নাইয়ের ভরত সুব্রমনিয়ম ৷ তার এই কৃতিত্ব অজর্নের কথা রবিবারই অফিসিয়ালি ঘোষণা করেছে সর্বভারতীয় দাবা ফেডারেশন ৷ গ্র্যান্ডমাস্টারের খেতাব জিততে হলে যে কোনও দাবাড়ুকে সংগ্রহ করতে হয় 2500 ইলো পয়েন্ট (14 years old Bharath becomes Grand master)৷
মাত্র 14 বছর বয়সেই এই কৃতিত্ব অর্জন করল ভরত ৷ ক্যাটোলিকায় আয়োজিত ভার্গানি কাপের ফাইনালে 9 রাউন্ডে মোট 6.5 পয়েন্ট সংগ্রহ করে ভরত ৷ আর তাতেই সিদ্ধ হয় তার অভিষ্ট লক্ষ্য ৷ যদিও ভরত দাবার সবচেয়ে কমবয়সী গ্র্যান্ডমাস্টার নয় ৷ সেই কৃতিত্ব মাত্র 12 বছর বয়সেই অর্জন করেছিল আরেক বিস্ময় বালক অভিমন্যু মিশ্র ৷ তবে ভরতের কৃতিত্বও মোটেই কম কিছু নয় ৷ কারণ সারা ভারতে মাত্র 73 জন দাবাড়ুই এই খেতাব পেয়েছেন ৷