দোহা, 4 ডিসেম্বর: ফুটবলে লিওনেল মেসি আর রেকর্ড বর্তমানে দুই সমার্থক ৷ আর সেটা যদি বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চ হয়, তাহলে তো কথাই নেই ৷ শনিবার মাঝরাতে কাতার বিশ্বকাপের রাউন্ড 16-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আর্জেন্তাইন মহাতারকা (Many Records by Leonel Messi in Career 1000 Match) ৷ যেটি লিও মেসির ফুটবল কেরিয়ারে 1000 তম ম্যাচ ছিল ৷ আর সেই ম্যাচে আর্জেন্তিনার হয়ে গোল করলেন তিনি ৷ সেই সঙ্গে স্বদেশীয় প্রয়াত কিংবদন্তী দিয়েগো মারাদোনাকে বিশ্বকাপের গোল সংখ্যায় ছাপিয়ে গেলেন মেসি ৷
শনিবার রাতে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি তাঁর 9 নম্বর গোলটি করেছেন ৷ মারাদোনার পাশাপাশি আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) এদিন বিশ্বকাপে গোলের সংখ্যায় ছাপিয়ে গিয়েছেন মেসি ৷ এদিন কেরিয়ারের 1000 তম ম্যাচে আরও বেশ কয়েকটি রেকর্ড করেছেন এলএম 10 (LM 10) ৷ যেখান প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে গোল করলেন লিওনেল মেসি ৷ 2014 ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্তিনা ফাইনালে খেলেছিল ৷ সেই বিশ্বকাপে গ্রুপ ম্যাচে গোল করলেও, নকআউটে গোল পাননি মেসি ৷ এমনকি 2018 রাশিয়া বিশ্বকাপের নকআউটে কোনও গোল পাননি তিনি ৷