কলকাতা, 5 অগস্ট:সাত হাজার দর্শক আসন বিশিষ্ঠ নৈহাটি স্টেডিয়াম ৷ রমরমিয়ে চলছে নৈহাটি গোল্ড কাপ ৷ ইতিমধ্যেই খেলা দেখার জন্য সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টুর্নামেন্টের ম্যাচ যেমন চলছে তার পাশাপাশি ইস্টবেঙ্গলও 16 অগস্ট, মঙ্গলবার তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারে এই স্টেডিয়ামে (EB Can Play Their First Practice Match) ৷
এই মাঠেই আজ নামছে মোহনবাগান-মহমেডান । জুয়ান ফেরান্দোর দলের কাছে যা ডুরাণ্ড কাপের আগে প্রস্তুতিও বটে। ফ্লোরেন্তিন পোগবাকে দলে রেখে একাদশ সাজানোর ইঙ্গিত প্র্যাকটিসে । মহমেডান স্পোর্টিংও তৈরি হচ্ছে । সদ্য দলে যোগ দিয়েছেন বিদেশি কোচ। তিনিও অনুশীলন শুরু করেছেন।
ইস্টবেঙ্গল তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারে অন্যদিকে জোরকদমে প্রস্তুতি পর্ব চলছে ইস্টবেঙ্গলে। হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন সবে দায়িত্ব নিয়েছেন । সহকারী কোচ বিনো জর্জের কাছ থেকে পুরো বিষয়টি বুঝে নিয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে প্রথম দিন থেকেই কড়া মেজাজে দলকে বাঁধতে চাইছেন। হাতে সময় কম। অথচ প্রত্যাশার পাহাড় সামনে। প্রথমবার ক্লাব কোচিংয়ে এসে কনস্ট্যান্টাইন যে তাঁর দলে যুবশক্তিতে ভরসা করছেন তা বুঝিয়েছেন।
আরও পড়ুন:'আমি হারতে আসিনি', অনুশীলন শুরুর দিনেই হুঙ্কার কনস্ট্যান্টাইনের
ইতিমধ্যে 13 জন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে। যাঁরা সকলেই বয়সে নবীন এবং প্রতিশ্রুতিমান। শনিবারের মধ্যে পুরো দল ঘোষণা সম্পন্ন হওয়ার ইঙ্গিত রয়েছে। আগামী সোমবারের মধ্যে বিদেশি ফুটবলারদের নামও ঘোষিত হওয়ার কথা। বিদেশি ফুটবলার বাছার ক্ষেত্রে দলের হেড কোচের ওপর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
নৈহাটিতে লাল-হলুদ খেলতে পারে প্রথম প্রস্তুতি ম্যাচ প্রশ্ন ছিল ডুরাণ্ড কাপে ইস্টবেঙ্গল কি বিদেশিহীন হয়ে নামবে ? সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে লাল-হলুদ শিবির। ডুরাণ্ড কাপে বিদেশি ফুটবলার দলে থাকবে। 28 অগস্টের ডার্বি নিয়ে ময়দানে পারদ চড়ছে। ইস্টবেঙ্গল ধাপে-ধাপে এগোতে চায়। তাই 22 অগস্টের প্রথম ম্যাচের পরে ডার্বি নিয়ে পরিকল্পনা সাজাতে চায় তারা। ইতিমধ্যে রিজার্ভ ফুটবলারদের অনুশীলন চলছে। কিন্তু আইএসএলে এই ফুটবলাররা কি প্রথম দলে থাকবেন? ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এ বিষয়ে বলেন, "কলকাতা লিগ, ডুরাণ্ড কাপ এবং আইএসএল ছাড়াও আরও বেশ কিছু টুর্নামেন্ট খেলবে দল।"
আরও পড়ুন:বৃহস্পতির সকালেই শহরে পা দিচ্ছেন লাল-হলুদের নয়া কোচ কনস্ট্যানটাইন
রিজার্ভ দলের কোনও ফুটবলাররা যদি ভালো পারফরম্যান্স করে তাঁরা মূল দলে আসতেই পারে। শুধু কলকাতা লিগ বা আইএসএল কেন ইস্টবেঙ্গল বরদলৈ ট্রফি, শিল্ড, আই লিগ দ্বিতীয় ডিভিশন, অনুর্ধ 21 জাতীয় লিগ খেলতেই পারে। সেখানে রিজার্ভ দলের ফুটবলাররা খেলবে। পঁচিশটা ম্যাচ ওদের জন্যও রয়েছে ৷" আজ অর্থাৎ শুক্রবার প্র্যাকটিসের সময় ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ রায় ৷ 17 অগস্ট সম্ভবত ইস্টবেঙ্গলে মিউজিয়ামের উদ্বোধন হতে চলেছে ৷ তাতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যয় ৷ প্রসঙ্গত, 10 অগস্ট বুধবার মোহনবাগান মিউজিয়ামের উদ্বোধনেও থাকবেন মুখ্যমন্ত্রী ৷