ঢাকা, 17 মার্চ : চলতি মাসের শুরুতেই বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে । বাংলাদেশের ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ এলেও তা ছিল আদতে ওপার বাংলার বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা কিংসের তরফে । বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যে তাঁরা আগ্রহী, তা আমন্ত্রণ স্বীকার করেই বুঝিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা । সোমবারই বাংলাদেশে গিয়েছেন লাল-হলুদ কর্তারা (East Bengal will work with Sheikh Russell Sports Club)।
শীর্ষকর্তা দেবব্রত সরকার, সহ-সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্য়ায়-সহ চার সদস্যের কমিটি বুধবার শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহানের সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানে এশিয়ার ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইস্টবেঙ্গল যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে । ফুটবল পরিকাঠামো, নতুন প্রতিভা অন্বেষণে জোর দেওয়ার কথা বলা হয়েছে । ফলে ইস্টবেঙ্গল এবং বসুন্ধরা কিংসের আগামী দিনে একসঙ্গে পথচলা এখন স্রেফ সময়ের অপেক্ষা ।