পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Kolkata Derby: পরিসংখ্যান ছাপিয়ে কলকাতা ডার্বির মঞ্চে লড়াইয়ের বার্তা স্টিফেন-ফেরান্দোর

কলকাতা ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিপক্ষ ফের মুখোমুখি (ISL Kolkata Derby) ৷ আজ সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে আইএসএল 2022-23 মরশুমের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে এবার মাঠে নেমে লড়াইয়ের পালা দুই শিবিরের ৷

ISL Kolkata Derby ETV BHARAT
ISL Kolkata Derby

By

Published : Feb 25, 2023, 11:42 AM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: স্মৃতি এবং সংবাদের বধ্যভূমিতে শনিবাসরীয় ডার্বি। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ । মশলা এবং সংবাদের দারুণ ককটেল। এই ম্যাচে জয় পাওয়া কোহিনুর লাভের মতো মধুর। এই ম্যাচে ভালো খেললে নায়ক হওয়া যায় রাতারাতি । উলটোটা হলে খলনায়ক হতেও সময় লাগে না । সব হিসেবে ডার্বি ভারতীয় (Kolkata Derby) ফুটবলের সেরা বিজ্ঞাপন ।

বাঙালির অনেক কিছুই অস্তাচলে। হারিয়ে ফেলতে বসা অনেক গরিমার মধ্যে ডার্বির আবেগ ফল্গুধারার মত টিকে রয়েছে। তাই লাল-হলুদ এবং সবুজ-মেরুন (East Bengal vs ATK Mohun Bagan) রং খেলার মাঠে মুখোমুখি হলেই বিস্ফোরণ হয়। সেখানে নানা কিছু জড়িয়ে পড়ে। আইএসএলের মঞ্চে সবুজ-মেরুন অপরাজিত। অধিনায়ক হিসেবে প্রীতম কোটাল শ্লাঘা বোধ করতে পারেন, করছেনও ৷ ডার্বির মাঠে দাপটের প্রশ্নে তাঁর উত্তর, "পরিসংখ্যানেই তো সব কিছু বলা আছে ৷"

চলতি আইএসএলের শেষ ডার্বির অভিঘাত একটু ভিন্ন মাত্রার ৷ পয়েন্ট টেবিলে একটা দল চার নম্বরে রয়েছে ৷ তাদের লক্ষ্য শনিবাসরীয় যুবভারতী থেকে তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 3 নম্বরে উঠে আসা ৷ কোচ জুয়ান ফেরান্দোও একই কথা জানালেন ৷ এই ম্যাচের তিন পয়েন্ট এটিকে মোহনবাগানকে প্রথম তিনে পৌঁছে দেবে ৷ তাহলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে পারবে তাঁর দল ৷ জানালেন দলের 24 জন ফুটবলারের প্রত্যেকেই তাঁর ভরসার ৷ তাই তিন বিদেশি ফুটবলারকে না-পাওয়া গেলেও যাঁরা রয়েছেন তাঁদের নিয়ে লড়াই করবেন ৷

ব্র্যান্ডন হামিল লাল কার্ড দেখায় শনিবারের ডার্বিতে নেই ৷ চোটের কারণে আইরিশ ফুটবলার কার্ল ম্যাকহিউও অনিশ্চিত ৷ তবে, তাঁকে শেষ মুহূর্তে ম্যাচ ফিট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিজিওরা ৷ হুগো বুমোস খেলবেন প্রথম থেকে ৷ তাঁকে পুরো 90 মিনিট পাওয়ার ব্যাপারে কোচের মনে প্রশ্ন রয়েছে ৷ কারণ গত 20 দিন অনুশীলন করেননি বুমোস ৷ মাত্র তিনদিনের অনুশীলনে পুরো সময় মাঠে থাকা মুশকিল বলে মনে করছেন ফেরান্দো ৷ সুমিত রাঠি সংক্রমণের জেরে অসুস্থ ৷ ফলে চোট-অসুস্থতা-কার্ড সমস্যার জেরে দলের পারমুটেশন কম্বিনেশন ঠিক করাই চ্যালেঞ্জ ৷

আরও পড়ুন:পয়েন্ট টেবিলে 10 নম্বরে দল ! কনস্ট্যান্টাইনের মতে, এই সাফল্য আগামীর ভিত্তিস্থাপন

পয়েন্ট টেবিলে 10 নম্বরে থাকা ইস্টবেঙ্গলের কাছে ডার্বির গুরুত্ব সম্মান পুনরুদ্ধারের ৷ সমর্থকদের একাংশ ডার্বি বয়কটের ডাক দিয়েছে ৷ তাদের অভিমান করে দূরে থাকার বদলে পাশে থাকতে অনুরোধ করেছেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ৷ আইএসএল-এর এই মরশুমে মাত্র 6টি জয় পেয়েছে ইস্টবেঙ্গল ৷ তবে গত 3 বছরে ইস্টবেঙ্গলের সেরা পারফর্মেন্স ৷ সেই পরিসংখ্যান তিনি নিয়ম করে প্রতিটি সাংবাদিক সম্মেলনে শোনান ৷ একই সঙ্গে জানাচ্ছেন শনিবার সন্ধ্যায় তাঁরা অনেকটা তৈরি হয়েই নামবেন ৷

আরও পড়ুন:ম্যাকহিউ-বুমোসকে ঘিরে প্রশ্ন, প্রতিকূলতা সত্ত্বেও ডার্বিতে জয়ের লক্ষ্যে মোহনবাগান

ক্লেটন সিলভা এবং মহেশ নাওরেম সিংয়ের ফর্মে থাকা এবং রক্ষণ আর মাঝমাঠের বোঝাপড়া ভালো হওয়ায় লাল-হলুদ শিবিরকে আশা জাগাচ্ছে ৷ তাই দিন শেষে স্টিফেন কনস্ট্যান্টাইন বলছেন,"আইএসএলে প্রতিটি ম্যাচ কঠিন ৷ ডার্বি আরও কঠিন ম্যাচ ৷ আমরা আত্মবিশ্বাসী হয়ে নামব ৷" কোচের সঙ্গে সহমত পোষণ করে ক্লেটন সিলভা বলছেন, "আমরাই জিতব ৷" তাই আগের 5 ম্যাচের চারটিকে গুরুত্ব না দিয়ে, মুম্বই ম্যাচের সাফল্যের রেশ ধরে ডার্বিতে মশাল জ্বালাতে চায় ইস্টবেঙ্গল ৷

ABOUT THE AUTHOR

...view details