কলকাতা, 1 সেপ্টেম্বর: রেফারিং নিয়ে ক্ষোভটা ছিল । শুক্রবার তা আরও বড় আকারে জ্বলে উঠল । রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি ইস্টবেঙ্গল । বাঙালির চিরকালীন ডার্বি । স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছে ময়দান । টিকিট নিয়ে হাহাকার তুঙ্গে । তার আগেই ডুরান্ডের ম্যাচ পরিচালনা নিয়ে ইস্টবেঙ্গলের নিশানায় রেফারিরা।
‘বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে একটা দলকে ।’ নাম না-করে মোহনবাগানকে আক্রমণ করলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার । তিনি বলেন, ‘‘এর আগে আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালেও পেনাল্টি দেওয়া হয়েছিল ।’’ রেফারিদের সঠিক মূল্যায়ন করা হোক বলেই দাবি জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা । এশিয়ার সবচেয়ে বড় ডার্বিকে সংরক্ষণ করার দাবিও জানান তিনি ।
ক্লাবের শীর্ষকর্তার অভিযোগের প্রমাণ হিসেবে কার্যনির্বাহী কমিটির সদস্য রজত গুহ খবরের কাগজের ক্লিপিংস তুলে দেখান । সেই রেশ ধরেই দেবব্রত সরকার যোগ করেন, ‘‘ডুরান্ড ফাইনালে আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করি । সঠিক মূল্যায়ন হোক । এমনটাই আমাদের দাবি । একটা দলকে সুযোগ দেওয়া হলে, বাকিদের খেলারই দরকার নেই । আই লিগেও বেশকিছু ম্যাচে এমন হয়েছে । বারবার এটা কেন হচ্ছে ? ভুল বারবার হতে পারে ?’’ মাঠে ঝামেলা হতে পারে । সেই আশঙ্কাতেই ভুগছেন লাল-হলুদ কর্তারা । এই শঙ্কা মোহনবাগান সচিবের মনেও । তিনি সবুজ-মেরুন সমর্থকদের কোনও প্ররোচনায় পা না-দিতে বলেছেন ।