পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EB Officials to Bangladesh : বিনিয়োগ আনতে রবিবার বাংলাদেশ যাচ্ছেন লাল-হলুদ কর্তারা - Sheikh Russel KC invited East Bengal club

চলতি মাসের শুরুতেই বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে। বাংলাদেশের ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ এলেও তা ছিল আদতে ওপার বাংলার বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা কিংসের আমন্ত্রণ (Sheikh Russel KC invited East Bengal club)।

EB Officials to Bangladesh
বিনিয়োগ আনতে রবিবার বাংলাদেশ যাচ্ছেন লাল-হলুদ ইস্টবেঙ্গল কর্তারা

By

Published : Mar 11, 2022, 11:03 PM IST

কলকতা, 11 মার্চ : অবশেষে চূড়ান্ত হল দিনক্ষণ ৷ শেখ রাসেল ক্রীড়াচক্রের আমন্ত্রণ রক্ষা করতে আগামী রবিবার শেখ হাসিনার দেশে উড়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা (East Bengal officials set to fly to Bangladesh on Sunday)। শুক্রবার লাল-হলুদের তরফে সরকারিভাবে এ কথা জানিয়েছেন সহ-সচিব রূপক সাহা। একে আমন্ত্রণ রক্ষা বলা হলেও আদতে নতুন মরসুমে বিনিয়োগের খোঁজেই যে ওপার বাংলায় যাচ্ছেন লাল হলুদ কর্তারা, তা বলার অপেক্ষা রাখে না। তবে আমন্ত্রণ রক্ষা করতে পদ্মাপাড়ে কতজনের প্রতিনিধি দল পাঠাচ্ছে ক্লাব, তা এখনও চূড়ান্ত নয়।

চলতি মাসের শুরুতেই বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে। বাংলাদেশের ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ এলেও তা ছিল আদতে ওপার বাংলার বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা কিংসের তরফে (Sheikh Russel KC invited East Bengal club)। শেখ রাসেল ক্রীড়াচক্রে বিনিয়োগ রয়েছে এই শিল্পগোষ্ঠীর ৷ বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যে তাঁরা আগ্রহী, তা আমন্ত্রণ স্বীকার করেই বুঝিয়ে দিয়েছিলেন কর্তারা। তাই বিদায়ী লগ্নিকারী সংস্থা ফের একসঙ্গে পথ চলতে চেয়ে গোটা বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি করলেও তাদের সেই ইচ্ছে কতটা আমল পাবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে।

আরও পড়ুন :বসুন্ধরার আমন্ত্রণ রক্ষার আগে লাল-হলুদে বিনিয়োগ নিয়ে ফের ধোঁয়াশা

গত মাসের শেষদিকে শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহানকে আজীবন সদস্যপদ দিয়ে সংবর্ধিত করেছিল ইস্টবেঙ্গল । সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়েই ওপার বাংলার বৃহত্তম শিল্পপতি ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে তাঁর মুগ্ধতা এবং আগামিদিনে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। ওইদিন সন্ধ্যায় ক্লাব-কর্তাদের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন সায়েম সোবহান। তারই রেশ ধরে আমন্ত্রণ পত্র ক্লাবে এসে পৌঁছয়। বিশ্বস্ত সূত্র বলছে, নতুন মরশুমে ইস্টবেঙ্গলে বিনিয়োগের ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ হয়তো ওপার বাংলার প্রথম বৈঠকে পেশ হতে পারে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details