কলকাতা, 26 এপ্রিল: দীর্ঘ জল্পনার পর কার্লোস কুয়াদ্রাতকে মঙ্গলবার নয়া হেড কোচ হিসেবে নিয়োগ করেছে ইস্টবেঙ্গল ৷ সার্জিও লোবেরা না-এলেও আইএসএল জয়ী প্রাক্তন কোচকে হটসিটে পেয়ে খুশি অনুরাগীরা ৷ আর কোচ নিয়োগের সঙ্গে সঙ্গে আটকে থাকা দলঠনও গতি পেল লাল-হলুদে ৷ কোচ নিয়োগের কয়েকঘণ্টার মধ্যেই ওড়িশা এফসি এবং চেন্নাইয়িন এফসি'র থেকে দুই ফুটবলারকে ছিনিয়ে নিল তারা ৷
কুয়াদ্রাত তাঁর পছন্দের ফুটবলারদের তালিকা পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে ৷ তারই ফলশ্রুতি হিসেবে নন্দকুমার এবং এডুইন ভন্সপালের লাল-হলুদে আগমণ ৷ অফিসিয়াল ঘোষণা না-এলেও এই দুই ভারতীয় ফুটবলার আগামী মরশুমে যে লাল-হলুদ জার্সি গায়ে চাপাচ্ছেন, সেটা একপ্রকার নিশ্চিত ৷ দু'জনকেই দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। এর মধ্যে ফেলে আসা মরশুমে দিয়েগো মৌরিসিওর পাশে নন্দকুমারের পারফরম্যান্স দেখে আশান্বিত হতেই পারেন সমর্থকেরা ৷ অনেকে আবার দলবদলের বাজারে এটিকে লাল-হলুদের 'মাস্টারস্ট্রোক'ও বলছেন ৷ গত মরশুমে স্কোয়াডে থাকা নাওরেম মহেশ সিং, সুহের ভিপি, কমলজিৎ সিংয়ের মত একাধিক ফুটবলারের সঙ্গে দীর্ঘ চুক্তি রয়েছে দলের। বিদেশিদের মধ্যে ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি বর্ধিত করেছে ইস্টবেঙ্গল।