কলকাতা, 13 এপ্রিল: মরণ-বাঁচন লড়াইয়ে প্রতিপক্ষকে চমকে দিয়ে সুপার কাপে টিকে থাকতে চায় ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করে কিছুটা বেকায়দায় লাল-হলুদ ব্রিগেড । কোণঠাসা অবস্থা থেকে বৃহস্পতিবার স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামছে । আইএসএলের দলটির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স মোটেই ভালো ছিল না । দু'বারই পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল । সুপার কাপে সেই হারের বদলা নেওয়ার সুযোগ এবার ক্লেইটন সিলভাদের সামনে ।
প্রথম ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে লাল-হলুদ বাহিনীর । ওড়িশা এফসির বিরুদ্ধে গত তিন বছরে 6 ম্যাচে 22 গোল হজম করেছে ইস্টবেঙ্গল । যা অবিশ্বাস্য । এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে বারবার । বুধবার সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেইটন সিলভা জানিয়েছেন, তাঁরা প্রথম ম্যাচে বিরতির আগে সেভাবে খেলতে পারেননি । গোল করলেও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের ছিল না । দ্বিতীয়ার্ধে ভালো খেললেও একাধিক গোলের সুযোগ তৈরি করেও ফায়দা তোলা যায়নি বলে স্বীকার করেছেন ক্লেইটন । একইসঙ্গে তিনি জানিয়েছেন, গোল এবং গোলের সুযোগ নষ্ট ফুটবলের অঙ্গ । তবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে । প্রতিপক্ষ হায়দরাবাদকে শক্তিশালী দল হিসেবে মনে করেন তাঁরা ।