পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EB-Emami Row: ক্লাবের চিঠি পেয়ে লাল-হলুদ কর্তাদের বোর্ড মিটিংয়ে ডাক পাঠাল ইমামি - ইমামি

পছন্দের খেলোয়াড়ের তালিকা লগ্নিকারী সংস্থাকে পাঠিয়েছিলেন লাল-হলুদ কর্তারা (East Bengal) । এবার ইস্টবেঙ্গল কর্তাদের বৈঠকে ডাকল ইমামি (East Bengal Emami Clash continues) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 6, 2023, 10:30 PM IST

কলকাতা, 6 মার্চ: "সদস্য সমর্থকদের ইচ্ছেকে অগ্রাধিকার দেওয়া ক্লাবের কর্তব্য । ক্লাবের পদাধিকারীরা সেটা করতে বাধ্য । 18 ফেব্রুয়ারি সদস্যরা যেসমস্ত ফুটবলারদের নতুন মরশুমের দলে দেখতে চাইছেন বলে জানিয়েছিলেন তা চিঠির মাধ্যমে লগ্নিকারীকে ক্লাব জানিয়েছে (East Bengal) । এই পদক্ষেপ যদি লগ্নিকারীর ওপর ক্লাবের চাপ সৃষ্টির খেলা মনে হয় তাহলে তাই । আমরা চাই, নতুন মরশুমে শক্তিশালী দল যা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে ।" এই মন্তব্য ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের (East Bengal Emami Clash continues) ।

তাঁর এই কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে লগ্নিকারীদের তরফে বোর্ড অব ডিরেক্টরের মিটিংয়ের দিন ঠিক করার আহ্বান জানিয়ে চিঠি পৌঁছল লেসলি ক্লডিয়াস সরণির লাল-হলুদ তাঁবুতে । আইএসএলে দশম স্থানে শেষ করার পরে লাল-হলুদ সমর্থকরা সরব । পারফরম্যান্সের বেহাল অবস্থা নিয়ে তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন দল গঠনের নেপথ্য কারিগরদের । ক্লাব কর্তারা বলছেন দলগঠনের বিষয়টি তাঁদের হাতে নেই । পুরোটাই লগ্নিকারীদের দ্বারা নিয়ন্ত্রিত ।

এই অবস্থায় ক্ষোভ বাড়ছে বুঝতে পেরে নতুন মরশুমে দল গঠনের কাজ দ্রুত শুরু করতে চায় লাল-হলুদের লগ্নিকারী কর্তৃপক্ষ । তারা প্রেস রিলিজ করে ক্লাবের পাঠানো ফুটবলার নেওয়ার তালিকা পাওয়ার কথা জানিয়েছে । ক্লাবের পাঠানো ফুটবলারের তালিকা থেকে ফুটবলার নেওয়ার ব্যাপারটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে বলা হয়েছে । কারণ ফুটবলার দলে নেওয়ার ব্যাপারটি কোনও একপক্ষের ইচ্ছের ওপর নির্ভরশীল নয় বলে জানানো হয়েছে লগ্নিকারীর তরফে । চুক্তির নানান শর্তাবলী বিবেচনা জরুরি । তাছাড়া বিশেষজ্ঞদের পরামর্শও দরকার । তবে নতুন মরশুমে লগ্নিকারী ইমামিও যে শক্তিশালী দল গড়তে চায় তা ফের জানিয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: মাঠেই সংজ্ঞা হারালেন বিশাল কাইথ, ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে শেষ চারে বাগান

তবে সবার আগে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বোর্ড মিটিং জরুরি । যা ক্লাবের তরফে দিন না-মেলায় সম্ভব হয়নি । তাই সেই বকেয়া মিটিং দ্রুত করতে চাইছে লগ্নিকারী সংস্থা । চলতি মাসেই ক্লাবের কাছ থেকে একটি তারিখ চায় তারা । যেদিন বোর্ড মিটিংয়ে আইএসএলের পারফরম্যান্স নিয়ে আলোচনা ছাড়াও নতুন মরশুমের শক্তিশালী দল গঠন কোন পথে তা নিয়ে কথা হতে পারে । চলতি মাসের 18 তারিখ সুপার কাপের প্রস্তুতি শুরু করবে ইস্টবেঙ্গল । মাঝে মাত্র 12 দিনের মধ্যে নতুন কোচের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া সম্ভব নয় । সেদিক থেকে স্টিফেন কনস্ট্যান্টাইন সম্ভবত সুপার কাপে থাকছেন । নতুন মরশুমে তাঁর ইস্টবেঙ্গল কোচের হটসিটে বসার সম্ভাবনা কম । তাঁর বদলে কে পদ্মপাড়ের ক্লাবে হেডস্যর হবেন তার উত্তর সময় দেবে । আপাতত ক্লাবের ফুটবলার এবং কোচের নাম সম্মিলিত চিঠি পাওয়ার কথা স্বীকার করে লগ্নিকারীরা বোর্ড মিটিংয়ে ডেকেছে ক্লাব কর্তাদের ।

ABOUT THE AUTHOR

...view details