ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল কলকাতা, 25 অগস্ট: ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলাম এফসিকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে লাল-হলুদ । সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড । চার বছর পর ডুরান্ড ইস্টবেঙ্গল । জর্ডন এলসের 36 সেকেন্ডে দ্রুততম গোলের পরে 57 মিনিটে বৌবা আমিনৌওর আত্মঘাতী গোল ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে । গোকুলাম এফসির একমাত্র গোলও বৌবা আমিনৌওর । সেদিক থেকে গোকুলামের উত্থান এবং পতনের কারন ক্যামেরুনের ডিফেন্ডার ।
36 সেকেন্ডে জর্ডন এলসের হেড থেকে গোল । ইস্টবেঙ্গলের গোলের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত লাল-হলুদ সমর্থকরা ঠিকভাবে চেয়ারেও বসেননি । চলতি ডুরান্ড কাপের দ্রুততম গোলে অনেকেই পরিসংখ্যানের খাতায় চোখ বোলালেন । কিন্তু জর্ডন এলসের গোল শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের দ্রুততম গোল কি না, তা পাওয়া গেল না ।
বৃষ্টি ভেজা যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ গোকুলাম এফসি-কে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা এরপর আক্রমণের চাপে ব্যাকফুটে ঠেলবে এটাই প্রত্যাশিত । কিন্তু সেই আগ্রাসন দেখা গেল না । দুই উইংয়ে নন্দকুমার এবং মহেশ নওরেম সিং তাদের প্রত্যাশিত ফুটবল খেলতে ব্যর্থ । ফলে পিছিয়ে পড়লেও গোকুলাম রক্ষণ সেভাবে অস্বস্তিতে পড়েনি । তবুও বিরতির আগে ইস্টবেঙ্গল অন্তত দু’বার গোলের মুখ খুলে ফেলেছিল কারণ বোরহা হেরেরা এবং শৌভিক চক্রবর্তী ।
খেলার সময় যত গড়িয়েছে ইস্টবেঙ্গলের দুই মিডফিল্ডার শুধু গোকুলামের আক্রমণ থামাননি, একই সঙ্গে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন । 32 মিনিটে সাউল ক্রেসপোর শট বারে লেগে প্রতিহত হয় । 40 মিনিটে সমতায় ফিরতে পারত গোকুলাম । কিন্তু প্রোভসুখন গিলের বিশ্বস্ত হাত পতন আটকে দেয় । আলেকজান্দ্রো স্যাঞ্জেজের শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বাঁচান লাল-হলুদ দূর্গের শেষ প্রহরী ।
বিরতির পরে ম্যাচের 46 মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মহেশ সিং নাওরেম । 57 মিনিটে সমতায় ফেরে গোকুলাম । অভিজিতের কর্নারে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান বৌবা আমিনৌওর । এগিয়ে থাকার সুবিধা হাতছাড়া হতেই কার্লেস কুয়াদ্রাত চারটি বদল করেন । বোরহার বদলে পাদ্রো, শৌভিকের বদলে ভন্সপাল, সিভেরিওর বদলে ক্লেইটন সিলভা, নিশুকুমারের জায়গায় মন্দার দেশাই মাঠে নামেন । এই চার বদলে ইস্টবেঙ্গল হারিয়ে ফেলা রাশ ফিরে পায় । 77 মিনিটে জয়সূচক গোল পায় ইস্টবেঙ্গল । নিশুকমারের শট বৌবা বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন । পরিবর্ত হিসেবে মাঠে নেমে ফের প্রত্যাশিত ছন্দে নিজেকে মেলে ধরতে পারলেন না ক্লেইটন সিলভা । জয়সূচক গোলের আগে গোকুলাম গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার ।
ফের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিরল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল চিৎকার । কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়েছেন, তারা একটা দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছেন । চার বছর পরে সেমিফাইনালে ওঠার আনন্দ রয়েছে । তবে ডার্বি জয়ে দলে বদল এসেছে । এখন সেমিফাইনালের আগে চারদিন রয়েছে । তা নিয়ে পরিকল্পনা সাজাতে চান । সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড । 29 তারিখ যুবভারতীতে সেমিফাইনাল ।
আরও পড়ুন: কলকাতা লিগে পুরুষদের ফুটবলে কোচের ভূমিকায় নজির গড়লেন সুজাতা কর