কলকাতা, 30 ডিসেম্বর: চিরঘুমে পাড়ি দিয়েছেন ফুটবল সম্রাট । শোকস্তব্ধ গোটা বিশ্ব । সেই আবহেই ইস্টবেঙ্গলের মুখে হাসি ফোটালেন এক ব্রাজিলিয়ান । ক্লেইটন সিলভার (Cleiton Silva) জোড়া গোলে বছর শেষে ঘরের মাঠে জয় ইস্টবেঙ্গলের । লাল-হলুদ সমর্থকদের স্বস্তি দেওয়া স্ট্রাইকার গোল উৎসর্গ করলেন তাঁর দেশের ফুটবলযোদ্ধা পেলে'কে (East Bengal beat Bengaluru FC) ।
শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 2-1 ব্যবধানে জয় লাল-হলুদের (Indian Super League) । ইংরেজি বছরের শেষ ম্যাচে জয় না-পাওয়ার আক্ষেপ অবশ্যই ছিল । মাঠে উপস্থিত হাজার নয় দর্শক হারের তিক্ততা নিয়ে নয়, জয়ের আনন্দে বর্ষবরণ করতে পারবেন । 11 ম্যাচে 7 পরাজয়, 4 জয়ে লাল-হলুদের ঝুলিতে পয়েন্ট এখন 12 । প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি একটি ম্যাচ বেশি খেলে পয়েন্টেও লাল-হলুদের থেকে দুই ধাপ পিছিয়ে । আট নম্বরে উঠে এল লাল-হলুদ । ঘরে বাইরে বেঙ্গালুরু বধের নায়ক অধিনায়ক ক্লেইটন সিলভা (East Bengal beat Bengaluru FC in ISL) ।
আরও পড়ুন: পেলের পায়ের ইনস্যুরেন্স, কাদা মাঠে নামা যাবে না ! ভেস্তেই যাচ্ছিল মোহনবাগান-কসমস ম্যাচ