কলকাতা, 22 অগস্ট: দিন যত গড়াচ্ছে তত নতুন নিয়ম সামনে আসছে ডুরান্ড কাপে । 25 অগস্ট শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনাল শুরু । আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তার লটারি হবে । তার মধ্যে দিয়ে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা ঠিক হবে । যা নিয়ে বিতর্ক রয়েছে । কলকাতায় যে সকল দল কোয়ার্টার ফাইনালে যোগ্যতামান অর্জন করেছে তাদের একটি পটে রাখা হবে । আরেকটি পটে কোকড়াঝাড় এবং গুয়াহাটি থেকে যোগ্যতা অর্জন করেছে যে চারটি দল তাদেরকে রাখা হবে ।
ফলে দুটো বিভাগের মধ্যে যদি ক্রস না করা হয় সেক্ষেত্রে কোয়ার্টার ফাইানালে ফের ডার্বির সম্ভাবনা রয়েছে । এবার আরও একটি নতুন নিয়ম সামনে এল । ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল গড়াবে না অতিরিক্ত সময়ে । নক আউট পর্বের খেলা হলেও, দুই দলের 90 মিনিটের ম্যাচ অমিমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে গড়াবে ম্যাচ । এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে ডুরান্ড কমিটির পক্ষ থেকে । কোপা আমেরিকা ছাড়া বিশ্বের কোনও টুর্নামেন্টে অতিরিক্ত সময় না খেলিয়ে টাইব্রেকার হয় না । তবে এখন সবার আগ্রহ ডুরান্ড কমিটির কোয়ার্টার ফাইনালের লটারি ঘিরে ।