পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

US Open: অঘটনের ইউএস ওপেনে 'জোকার রাজ' ! ছিটকে গেলেন শিয়নটেক, প্রত্যাশিত ফর্মে শেষ আটে জকোভিচ

ইউএস ওপেনে বিরাট অঘটন ৷ ছিটকে গেলেন গতবারের বিজয়ী ইগা শিয়নটেক ৷ পুরুষদের সিঙ্গলসে শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন জকোভিচ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 12:55 PM IST

নিউইয়র্ক, 4 সেপ্টেম্বর:ইউএস ওপেনে অঘটন ৷ ছিটকে গেলেন মহিলাদের এক নম্বর ইগা শিয়নটেক ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে ছিটকে দিলেন জেলেনা ওস্তাপেঙ্কো ৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুরুতে দাপট দেখাচ্ছিলেন শিয়নটেকই ৷ 6-3 গেমে প্রথম সেট জিতে জয়ের দিকে এগোচ্ছিলেন ৷ ঠিক তখনই ম্যাচে ফেরেন ওস্তাপেঙ্কা ৷ দুরন্ত খেলে ম্যাচ নিজের গ্রিপে নেন লাটভিয়ান টেনিস তারকা ৷ শেষ পর্যন্ত 6-3, 3-6, 3-6 ব্যবধানে হেরে যান শিয়নটেক ৷

শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন কোক গফও ৷ ক্যারোলিনা ওজনিয়াকিকে 6-3, 3-6, 6-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছেন মার্কিনি টিনেজার ৷ গতবার কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা গার্সিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ৷ এবার ওস্তাপেঙ্কার বিরুদ্ধে সেই ভুল শুধরাতে চাইবেন গফ ৷ আজ শেষ ষোলোর ম্যাচে কোর্টে নামবেন গতবারের রানার আপ ওনস জাবেউর ৷

ছিটকে গেলেন গতবারের বিজয়ী ইগা শিয়নটেক

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ ৷ স্ট্রেট সেটে হারিয়েছেন ক্রোয়েশিয়ার বোরহা গোজোকে ৷ সার্বিয়ান টেনিস তারকার পক্ষে ম্য়াচের ফল 6-2, 7-5, 6-4 ৷ প্রথম সেট সহজে জিতে নিলেও দ্বিতীয় সেটে ম্যাচে ফিরেছিলেন গোজো ৷ যদিও শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে জকোভিচের কাছে হেরে যান তিনি ৷ তৃতীয় সেট সহজেই জিতে নেন 23টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷

কোভিড ভ্যাকসিন না নেওয়ায় গতবছর যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে পারেননি নোভাক জকোভিচ ৷ চলতি বছর টুর্নামেন্টে ফিরেই দাপট দেখাচ্ছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ৷ ইতিমধ্যেই নিজের হারানো এক নম্বর স্থানও পুনরুদ্ধার করেছেন সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা ৷

কোর্য়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিৎজের বিপক্ষে কোর্টে নামবেন জোকার ৷ শেষ ষোলোর লড়াইয়ে আজ কোর্টে নামবেন গতবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ৷ ইতালির মাতেও আর্নাল্ডির মুখোমুখি হবেন তিনি ৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 10.45-এ কোর্টে নামবেন তিনি ৷

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে প্রত্যাবর্তনে দাপট নোভাক জকোভিচের, শীর্ষস্থান পুনরুদ্ধার সার্বিয়ান তারকার

ABOUT THE AUTHOR

...view details