পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সাফল্য ধরে রাখা বেশি কষ্টের, মত অভিনব বিন্দ্রার

অভিনব বিন্দ্রা বলেন, সফল হওয়া থেকে সাফল্য ধরে রাখা বেশি কষ্টের ৷

image
অভিনব বিন্দ্রা

By

Published : Mar 6, 2020, 1:43 PM IST

মুম্বই, 6 মার্চ : সফল হওয়া থেকে সাফল্য ধরে রাখা বেশি কষ্টের ৷ এমনই মনে করেন ভারতের হয়ে অলিম্পিকে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রা ৷

গতকাল মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘আমার মতে সফল হওয়াটা কঠিন, কিন্তু সাফল্য ধরে রাখা আরও বেশি কঠিন ৷ আমি বেশিরভাগ সময় ব্যর্থ হতাম এবং এটাই মেনে নিয়েছিলাম ৷ হঠাৎ করেই আমি সফল হই ৷’’

দেশের হয়ে অলিম্পিকে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জয় করেন বিন্দ্রা ৷ 2008-এ বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলে পদক জেতেন তিনি ৷ 1980 সালে ভারতীয় হকি দলের পর অভিনব বিন্দ্রাই দ্বিতীয় যিনি স্বর্নপদক জয় করেন ৷

অলিম্পিকে সোনা জয়ের আগে 2006 সালে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি ৷ 2002 ও 2006 সালে কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন ৷ তাঁর মতে, ক্রীড়াবিদদের ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হয় ৷ আর ব্যর্থতা থেকেই শিক্ষা নিতে হয় ৷

ABOUT THE AUTHOR

...view details