কলকাতা, 24 জুন : কারও মুখে অলিম্পিকের বিশাল পরিমণ্ডলের সামনে হারিয়ে যাওয়ার গল্প। তো আবার কারও মুখে কোচিংয়ের চ্যালেঞ্জ সামলে এশিয়া সেরার রেকর্ড গড়ার কথা। একযুগ পরে অলিম্পিকের মঞ্চে প্রত্যাবর্তনের গল্পও শোনা গেল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে । আবার ক্রিকেটের মহাতীর্থে তিরন্দাজিতে লক্ষ্যভেদের কাহিনীও উঠে এল আর্ন্তজাতিক অলিম্পিক দিবসের মঞ্চে । বৃহস্পতিবার অলিম্পিক দিবসের মঞ্চে বাংলার কৃতী অলিম্পিয়ানদের সংবর্ধনা অনুষ্ঠানের টুকরো ছবি এগুলো।
এদিন আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষ্যে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সংবর্ধনা জানানো হল বাংলার অলিম্পিয়ানদের (CSJC felicitated Bengal olympians on International Olympic Day) । ক্লাব ঘরেই ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগে এই আয়োজন। ফলস্বরূপ বহুদিন বাদে এক মঞ্চে বাংলার অলিম্পিয়ানরা। জয়দীপ কর্মকার, পৌলমী ঘটক, মৌমা দাস, সুস্মিতা সিংহ রায়, সোমা বিশ্বাস, সরস্বতী সাহা এবং রাহুল বন্দোপাধ্যায়দের নিয়ে অলিম্পিক আড্ডা নবাগতদের কাছে অনুপ্রেরণার রসদও বটে। কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার এবং সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়, সচিব জহর দাস। প্রত্যেক অলিম্পিয়ানকে স্মারক এবং উপহারে বরণ করে নেন সিএসজেসি কর্তারা।