পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Nikhat Zareen Interview : পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে অলিম্পিক পদকে চোখ বক্সিংয়ের নতুন রানি জারিনের

বক্সিং রিংয়ে পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে পরবর্তী লক্ষ্য কী? নিখাত জারিন চান অলিম্পিকের মঞ্চে দেশের পতাকা গায়ে জড়িয়ে পোডিয়ামে দাঁড়াতে (Challenging patriarchy and boxers Nikhat dreams of Olympic medal) ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এল এমনই নানা প্রসঙ্গ ৷

Nikhat Zareen
বক্সিংয়ের নতুন রানি জারিন

By

Published : May 24, 2022, 6:10 PM IST

হায়দরাবাদ, 24 মে : বক্সিং রিংয়ে কেন কেবল পুরুষদেরই লড়তে দেখা যায়? নিজামাবাদের কালেক্টর্স স্পোর্টস গ্রাউন্ডে গিয়ে নাবালিকার কৌতূহল মন আচমকাই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিল বাবাকে ৷ মেয়ের প্রশ্ন শুনে প্রথমটায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন মহম্মদ জামিল আহমেদ ৷ পরে নিজেকে কিছুটা সামলে মেয়েকে তিনি জবাব দেন, "বক্সিং লড়তে কঠোর পরিশ্রম এবং শক্তি দরকার ৷ আর পুরুষতান্ত্রিক সমাজে তাদের টপকে নারীর খেলাধুলোয় অংশগ্রহণের কোনও স্বাধীনতা নেই ৷"

বাবার কথা তাতিয়ে দিয়েছিল তেলেঙ্গানার নিজামাবাদের নিখাত জারিনকে ৷ বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছিল কিশোরী ৷ সেই চ্যালেঞ্জই গত সপ্তাহে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (ফ্লাইওয়েট বিভাগ) ভারতের ঘরে এনে দিয়েছে সোনা ৷ দেশের পঞ্চম বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা এনে দিয়েছেন নিজামাবাদের জারিন ৷ 2018 মেরি কমের পর এই প্রথম ৷ বক্সিং রিংয়ে পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে পরবর্তী লক্ষ্য কী? নিখাত জারিন চান অলিম্পিকের মঞ্চে দেশের পতাকা গায়ে জড়িয়ে পোডিয়ামে দাঁড়াতে (Challenging patriarchy and boxers Nikhat dreams of Olympic medal) ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এল এমনই নানা প্রসঙ্গ ৷

প্র: পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ৷ কতটা তাৎপর্যপূর্ণ ?

উ:এই জয়ের গুরুত্ব আমার কাছে অপরিসীম ৷ লম্বা সময় পর দেশকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা এনে দিতে পারলাম ৷ কমনওয়েলথ গেমস, এশিয়াড, প্যারিস অলিম্পিকে এই জয় নিঃসন্দেহে ব্যাপক আত্মবিশ্বাস জোগাবে ৷

প্র: চোট, কোভিড সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য মোটিভেশন পেলেন কীভাবে ?

উ:কেরিয়ারে এযাবৎ আমার জার্নিতে প্রচুর চড়াই-উতরাই রয়েছে ৷ সবকিছুর মধ্যেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদকজয়ের স্বপ্ন থেকে পিছু হটিনি আমি ৷ বিশ্বাস ছিল নিজের প্রতি ৷ হ্যাঁ, চোটের পর জীবনে অনেক ঘটনা ঘটেছে ৷ তবে সেগুলো আমাকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা আমার জীবনে ত্যাগ আর কঠোর পরিশ্রমের ফসল ৷

প্র: বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়ে যদি দু-চার কথা শোনানো যায় ৷

উ: বিশ্বাস করুন প্রচুর খেটেছিলাম এই প্রতিযোগিতার জন্য ৷ যে কোনও উপায়ে পদক জয় লক্ষ্য ছিল আমার ৷ নিজের প্রতি বিশ্বাসের পাশাপাশি অলিম্পিকে পদকজয়ীকে হারানোর আত্মবিশ্বাস বিশ্ব চ্যাম্পিয়নশিপে দারুণ কাজে দিয়েছে ৷

প্র: কেরিয়ারে চূড়ান্ত লক্ষ্য কী ?

উ: দেশের হয়ে অলিম্পিকে পদক জেতা ৷ সব মনোনিবেশ তাই এখন প্যারিসে ৷ তবে আপাতত কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তুত করছি নিজেকে ৷ সামনে বেশ কিছু ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হবে আমাকে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details