পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Calcutta Football League: 1 টাকায় ম্যাচ ! বদলে যাওয়া কলকাতা লিগের বোধন

আর মাত্র 24 ঘণ্টা । তারপরেই শুরু হবে কলকাতা ফুটবল লিগ । প্রথমদিনেই মাঠে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার স্পোর্টস ক্লাব । যদিও সবার আগ্রহ তিন প্রধানের ম্যাচ ঘিরে ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 24, 2023, 9:29 PM IST

Updated : Jun 25, 2023, 6:17 AM IST

ঐতিহাসিক কলকাতা লিগের ঢাকে কাঠি

কলকাতা, 24 জুন: রাত পোহালেই শুরু হচ্ছে কলকাতা লিগ । দীর্ঘদিন পর সিএফএলে খেলছে তিন প্রধানই । ফলে এই লিগ ঘিরে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে ময়দানে । প্রথম ম্যাচ রবিবার সন্ধ্যায় কিশোরভারতী স্টেডিয়ামে অনুষ্টিত হবে । মুখোমুখি ডায়মন্ড হারবার স্পোর্টস ক্লাব ও সাদার্ন সমিতি । ম্যাচ শুরুর আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান । নাচ এবং লেজার শো দিয়ে লিগের শুরুটা জমকালো করার চেষ্টা করছে লিগ কর্তৃপক্ষ ।

ডায়মন্ড হারবার স্পোর্টস ক্লাব এবং সাদার্ন সমিতি ম্যাচ দিয়ে লিগ শুরু হলেও সবার আগ্রহ তিন প্রধানের প্রথম ম্যাচ ঘিরে । কবে নামবে তিন প্রধান ? ইতিমধ্যে দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে আইএফএ । তিন প্রধানের মধ্যে প্রথমে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। 5 জুলাই তাদের প্রথম ম্যাচ পাঠচক্রের বিরুদ্ধে । নৈহাটি স্টেডিয়ামে দুপুর সাড়ে 3টে থেকে শুরু হবে সেই ম্যাচ । পরদিন, 6 জুলাই মাঠে নামবে মহমেডান স্পোর্টিং । মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচ নৈহাটিতে খেললেও মহমেডান স্পোর্টিং নিজেদের মাঠেই তাদের ম্যাচ খেলবে । প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ।

পূর্ণ উদ্যোমে ফের লিগ শুরু করার ব্যাপারে আইএফএ আত্মবিশ্বাসী

দুই প্রধানের প্রথম ম্যাচ দুপুর সাড়ে 3টে থেকে শুরু হবে । 10 জুলাই প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের । ঘরের মাঠে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দুপুর সাড়ে 3টের সময় নামবে বিনো জর্জের ছেলেরা । দ্বিতীয় রাউন্ডে 12 জুলাই প্রথম ম্যাচে নামবে মোহনবাগান । প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে খেলাটি হবে । একই দিনে নিজেদের মাঠে মহমেডান স্পোর্টিৎ খেলবে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে । ওইদিন দুটি ম্যাচই হবে দুপুর সাড়ে 3টের সময় । ইস্টবেঙ্গল 13 জুলাই দ্বিতীয় রাউন্ডে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ।

শনিবার লিগের সম্প্রচার সত্ত্ব আইএফএ তুলে দিল একটি ডিজিটাল মাধ্যমকে । টিভি নয়, কলকাতা লিগের ম্যাচ দেখা যাবে INSPORTS.TV-তে । এই ওটিটি মাধ্যমে খেলা দেখতে হলে ম্যাচ প্রতি 1 টাকা করে দিতে হবে । 199টি ম্যাচ দেখাবে এই ওটিটি প্ল্যাটফর্মটি । ফলে শুধু তিন প্রধানই নয়, তথাকথিত ছোট দলের ম্যাচ দেখার সুযোগও থাকছে । প্রতি ম্যাচে সেরা ফুটবলারকে স্বীকৃতি দেওয়া হবে ।

আরও পড়ুন: 'ফুটবলার্স ফর হিউম্যানিটি'র ডাকে একজোট বঙ্গ ফুটবলাররা

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, লিগ সম্প্রচারকে আরও ছড়িয়ে দিতেই ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখানোর সিদ্ধান্ত । এবার প্রথম দুটো পর্বের ম্যাচ বিকেলে হলেও পরবর্তী ম্যাচগুলো নৈশালোকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইতিমধ্যে সম্প্রচারকারী সংস্থাটি লিগের খরচের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে । তাই পূর্ণ উদ্যোমে ফের লিগ শুরু করার ব্যাপারে আইএফএ আত্মবিশ্বাসী । শনিবার সন্ধ্যায় কলকাতা রেফারি অ্যাসোসিয়েশন নতুন মরসুমের জার্সি উদ্বোধন করল ।

Last Updated : Jun 25, 2023, 6:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details