ম্যাঞ্চেস্টার, 18 অগস্ট:তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডে। তিনি ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা (Cristiano Ronaldo Lands in New Controversy) । কিন্তু এই সিআর সেভেন মানে অন্তহীন বিতর্কও বটে । মাঠে মাথা গরম করে ফুটবলের নিয়মকানুন ভাঙতে তাঁকে দেখা গিয়েছে অনেকবার। মাঠের বাইরের ঘটনা নিয়েও বারবার শিরোনামে থেকেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই মহাতারকা । এবার আবারও বিতর্কে জড়ালেন রোনাল্ডো । অভিযোগ তিনি নাকি এক ফুটবল সমর্থকের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। তার জেরে ব্রিটিশ পুলিশের তরফে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে ।
ঘটনার সূত্রপাত এপিল মাসের ৯ তারিখ ম্যান ইউ (Manchester United) আর এভার্টনের খেলার পর । 1-0 গেলে হেরে যায় রেনাল্ডোর দল । তখনই ওই ঘটনাটি ঘটে বলে অভিযোগ । ইতিমধ্যেই ঘটনার একটি ফুটেজ ভাইরাল হয়েছে । তা দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে ৩৭ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে এনিয়ে কথা বলা হয়েছে । পাশাপাশি তারাও এটা বলেছে ঘটনার সব দিক ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। আমরা ওই অধ্যায়টি শেষ করতে পেরেছি । ঘটনার পর নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রোনাল্ডো (Cristiano Ronaldo Apologized for His Conduct) । পাশাপাশি ওই দর্শককে ম্যান ইউনাইটেডের ঐতিহ্যশালী মাঠ অল্ড ট্রাফোর্ডে এসে একটি খেলা দেখার আমন্ত্রণও জানান তিনি।