নয়াদিল্লি, 3 জানুয়ারি:কয়েকদিন আগেই কুস্তি ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন প্রাক্তন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ এক সময় তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের 'বেটি বাঁচাও বেটি পড়াও' ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৷ কিন্তু ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে অভিযোগ তোলার পর থেকে কার্যত ব্রাত্য় করে দেওয়া হয়েছে পদকজয়ী বেশকিছু কুস্তিগীরকে ৷ তাঁদের অন্য়তম বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক ৷ এবার তিনি অভিযোগ তুললেন তাঁর পরিবারকে নিশানা করছেন ব্রিজভূষণ ৷
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে একসময় যৌন নিগ্রহের অভিযোগে সরব হয়েছিলেন সাক্ষী ৷ ব্রিজভূষণকে সভাপতি পদ থেকে সরানো হয় ঠিকই কিন্তু তার জায়গায় নির্বাচন জিতে পদে বসেন তাঁরই ঘনিষ্ঠ রূপে পরিচিত সঞ্জয় সিং ৷ সঞ্জয়ের সভাপতি পদে নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন সাক্ষীরা ৷ প্রতিবাদে কুস্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাক্ষী ৷ আর এবার সামনে এল তাঁর পরিবারকে নিশানা করার অভিযোগ ৷
সাক্ষী বুধবার একটি সাক্ষাৎকারে বলেন, "আমাদের শুধুমাত্র সঞ্জয় সিংকে নিয়ে আপত্তি রয়েছে ৷ নতুন ফেডারেশন বডি বা অ্যাড হক কমিটিকে নিয়ে নয় ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী এবং অমিত শাহজীকে অনুরোধ করছি, সঞ্জয় সিংয়ের যেন ডবলুএফআই-এর সঙ্গে কোনও যোগ না থাকে ৷ ব্রিজভূষণ আমার পরিবারকে নিশানা করার চেষ্টা করছে ৷ আমাদের নিরপত্তা সরকারের দায়িত্ব ৷"