পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kanika Layak Suicide Case : বালির গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ - বালির গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ

বালির গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটার কণিকা লায়েকের ঝুলন্ত দেহ (body of kanika layak found in bali guest house) ৷ পুলিশের অনুমান, পারফর্ম্যান্সের উন্নতি না হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ।

Kanika Layak Suicide
জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Dec 16, 2021, 4:44 PM IST

Updated : Dec 16, 2021, 7:19 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : গতকাল বালির গেস্ট হাউস থেকে উদ্ধার হয় জাতীয় স্তরের শ্যুটার কণিকা লায়েকের ঝুলন্ত দেহ (body of kanika layak found in bali guest house) । ধানবাদের বাসিন্দা বছর আঠাশের কণিকা বালির একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ৷ ঝাড়খণ্ড রাজ্য এবং জাতীয় শ্যুটিং কম্পিটিশনে একাধিক মেডেল জেতেন তিনি ।

বালি থানার পুলিশ তাঁর ঘর থেকে দেহ উদ্ধারের পর তা পোস্টমর্টেমে পাঠিয়েছে । ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারফর্ম্যান্সের উন্নতি না হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ।

গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ

কলকাতায় প্রাক্তন অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কার বিজয়ী জয়দীপ কর্মকারের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন কণিকা। রাইফেল না থাকায় একটি জাতীয় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এই উদীয়মান তারকা ৷ সেসময় সোনু সুদকে ট্যাগ করে কণিকা লিখেছিলেন, "আমি 11তম ঝাড়খণ্ড রাজ্য রাইফেল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য এবং একটি স্বর্ণপদক জিতেছি । তবে, সরকারের থেকে কোনও সাহায্য পাইনি । দয়া করে আমাকে একটি রাইফেল দিয়ে সাহায্য করুন ।' তাঁর আবেদনের পরেই তাঁকে একটি অত্যাধুনিক রাইফেল উপহার দিয়েছিলেন সোনু সুদ ৷

আরও পড়ুন : বিরাট বিতর্কে মুখ খুললেন সৌরভ

প্রসঙ্গত, এই নিয়ে 4 মাসের মধ্যে চারজন শ্যুটার আত্মহত্যা করলেন ৷ এর আগে খুশসিরাত কৌর সান্ধু, হুনারদীপ সিং সোহল এবং নমনবীর সিং ব্রারও আত্মহত্যা করেন । পরপর জাতীয় স্তরের শ্যুটারদের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে ৷

Last Updated : Dec 16, 2021, 7:19 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details