কলকাতা, 16 ডিসেম্বর : গতকাল বালির গেস্ট হাউস থেকে উদ্ধার হয় জাতীয় স্তরের শ্যুটার কণিকা লায়েকের ঝুলন্ত দেহ (body of kanika layak found in bali guest house) । ধানবাদের বাসিন্দা বছর আঠাশের কণিকা বালির একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ৷ ঝাড়খণ্ড রাজ্য এবং জাতীয় শ্যুটিং কম্পিটিশনে একাধিক মেডেল জেতেন তিনি ।
বালি থানার পুলিশ তাঁর ঘর থেকে দেহ উদ্ধারের পর তা পোস্টমর্টেমে পাঠিয়েছে । ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারফর্ম্যান্সের উন্নতি না হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ।
গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ কলকাতায় প্রাক্তন অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কার বিজয়ী জয়দীপ কর্মকারের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন কণিকা। রাইফেল না থাকায় একটি জাতীয় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এই উদীয়মান তারকা ৷ সেসময় সোনু সুদকে ট্যাগ করে কণিকা লিখেছিলেন, "আমি 11তম ঝাড়খণ্ড রাজ্য রাইফেল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য এবং একটি স্বর্ণপদক জিতেছি । তবে, সরকারের থেকে কোনও সাহায্য পাইনি । দয়া করে আমাকে একটি রাইফেল দিয়ে সাহায্য করুন ।' তাঁর আবেদনের পরেই তাঁকে একটি অত্যাধুনিক রাইফেল উপহার দিয়েছিলেন সোনু সুদ ৷
আরও পড়ুন : বিরাট বিতর্কে মুখ খুললেন সৌরভ
প্রসঙ্গত, এই নিয়ে 4 মাসের মধ্যে চারজন শ্যুটার আত্মহত্যা করলেন ৷ এর আগে খুশসিরাত কৌর সান্ধু, হুনারদীপ সিং সোহল এবং নমনবীর সিং ব্রারও আত্মহত্যা করেন । পরপর জাতীয় স্তরের শ্যুটারদের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে ৷