পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্যালেন্ডারে ফেলে আসা বছরে ঘটনাবহুল ক্রীড়াজগৎ, ফিরে দেখা একনজরে - Best sporting moments

Year Ender 2023: প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার সোনা জয় থেকে জকোভিচের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় ৷ দেশ-বিদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি বছর শেষে ফিরে দেখা ৷

Year Ender 2023
ফিরে দেখা 2023

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 4:55 PM IST

হায়দরাবাদ:শেষ হতে চলল আরও একটা বছর । বিগত বছরগুলোর ন্যায় 2023 সালেও অন্যান্য সকল ক্ষেত্রের মতো ক্রীড়াজগতেও ঘটে গিয়েছে উল্লেখযোগ্য নানা ঘটনা, যা অনুরাগীদের কখনও অ্যাড্রিনালিন রাশ ঘটিয়েছে; কখনও আনন্দ দিয়েছে আবার কখনও বেদনারও কারণ হয়ে উঠেছে । ফেলে আসা বছরে এমনই ক্রীড়াজগতের বাছাই করা কয়েকটি ঘটনা একনজরে ।

জানুয়ারি

  • সাবালেঙ্কা-জকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন জয়: 28 জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে নয়া চ্যাম্পিয়ন হন আরিনা সাবালেঙ্কা । তার ঠিক একদিন পরই রড লেভার এরিনায় দশম বারের জন্য সিঙ্গলস খেতাব ঘরে তোলেন নোভাক জকোভিচ ।

ফেব্রুয়ারি

  • ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় লস ব্ল্যাঙ্কোসদের:সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়ে 11 ফেব্রুয়ারি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতে রিয়াল মাদ্রিদ । পঞ্চম বারের জন্য় প্রতিযোগিতা সেরা হয় স্প্যানিশ ক্লাব ।

মার্চ

  • আইএসএলের রং সবুজ-মেরুন: বেঙ্গালুরু এফসি'কে হারিয়ে আইএসএল জেতে এটিকে মোহনবাগান ।

এপ্রিল

  • মহিলাদের ফাইনালিসিমা জিতল ইংল্যান্ড: 6 এপ্রিল লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার উইমেন ফাইনালিসিমা চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডের মেয়েরা ।

মে

  • প্রিমিয়র লিগ জয় ম্যান সিটির: আধিপত্য বজায় রেখে নবমবার ইংল্যান্ডের ঘরোয়া লিগ জিতে নেয় ম্যান সিটি ।

আইপিএল জিতল সিএসকে: গুজরাত টাইটান্সকে হারিয়ে 29 মে পঞ্চমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়র লিগ জেতে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ।

জুন

  • শিয়নটেকে-জকোভিচের ফরাসি ওপেন জয়: রোলা গারোঁয় মহিলা এবং পুরুষ সিঙ্গলসে খেতাব জেতেন যথাক্রমে ইগা শিয়নটেক এবং নোভাক জকোভিচ । এই জয়ের সঙ্গে রাফায়েল নাদালকে টপকে সর্বাধিক (23) গ্র্যান্ড স্ল্যামের অধিকারী হন 'জোকার' ।
  • ম্যান সিটির ঐতিহাসিক ত্রিমুকুট জয়: প্রিমিয়র লিগ, এফএ কাপের পর 10 জুন প্রথমবার ইউরোপ সেরা হয়ে ত্রিমুকুট জয় করে ম্যাঞ্চেস্টার সিটি । ফাইনালে ইন্টার মিলানকে হারায় পেপ গুয়ার্দিয়োলার ছেলেরা ।

জুলাই

  • মেসির নয়া ঠিকানা মিয়ামি: পিএসজি ছেড়ে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগদান করেন 'বিশ্বসেরা' লিওনেল মেসি । 15 জুলাই আনুষ্ঠানিক ঘোষণা হয় ক্লাবের তরফে ।
  • উইম্বলডনের নতুন রাজা আলাকারেজ: পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে নোভাক জকোভিচকে হারিয়ে 16 জুলাই উইম্বলডন চ্যাম্পিয়ন হন স্পেনের কার্লোস আলকারেজ ।

অগস্ট

  • বিশ্বজয়ী স্পেনের মহিলা ফুটবল দল: 20 অগস্ট ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার মহিলা ফুটবলে বিশ্বসেরা হয় স্পেন । সিডনিতে ফাইনালে ইংরেজদের 1-0 গোলে হারায় স্প্যানিশ আর্মাডা ।
  • দাবায় বিশ্বসেরা কার্লসেন:ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দকে হারিয়ে দাবায় বিশ্বসেরা নরওয়ের ম্যাগনাস কার্লসেন ।
    প্রজ্ঞানন্দকে হারিয়ে দাবায় বিশ্বসেরা কার্লসেন
  • বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা গাঁথলেন নীরজ:27 অগস্ট প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা আনলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷

সেপ্টেম্বর

  • যুক্তরাষ্ট্র ওপেন জয় গফ-জকোভিচের: যুক্তরাষ্ট্র ওপেন জয় মার্কিন অষ্টাদশী কোকো গফের । অন্যদিকে পুরুষ সিঙ্গলস জিতে 24তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হন সার্বিয়ার নোভাক জকোভিচ ।

অক্টোবর

  • ক্রিকেট-সহ অলিম্পিকসে একাধিক খেলার অন্তর্ভুক্তি: ক্রিকেট, বেসবল-সহ অলিম্পিকসে যোগ হল একাধিক খেলা । 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকস থেকে যা কার্যকর হবে ।
  • রাগবিতে বিশ্বজয় দক্ষিণ আফ্রিকার:28 অক্টোবর নিউজিল্যান্ডকে হারিয়ে রাগবিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা ।
  • লিও'র অষ্টম ব্যালন ডি'অর:করিম বেনজেমাকে টপকে রেকর্ড বর্ধিত করে অষ্টমবারের জন্য ব্যালন ডি'অর জিতে নেন লিওনেল মেসি ।
    অষ্টমবার মেসির ক্যাবিনেটে ব্যালন ডি'অর

নভেম্বর

  • ক্রিকেটে ফের বিশ্বজয় অজিদের: ফাইনালে ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে 19 নভেম্বর ষষ্ঠবারের জন্য বিশ্বসেরার তকমা ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া ।
    ষষ্ঠবার ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অজিরা

ডিসেম্বর

  • ইউরোপিয়ান সুপার লিগ বেআইনি নয়: চ্যাম্পিয়নস লিগের প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান সুপার লিগ বাতিল করার এক্তিয়ার নেই ফিফা কিংবা উয়েফার । 21 ডিসেম্বর জানিয়ে দেয় ইউরোপের সর্বোচ্চ আদালত ।

ABOUT THE AUTHOR

...view details