হায়দরাবাদ:শেষ হতে চলল আরও একটা বছর । বিগত বছরগুলোর ন্যায় 2023 সালেও অন্যান্য সকল ক্ষেত্রের মতো ক্রীড়াজগতেও ঘটে গিয়েছে উল্লেখযোগ্য নানা ঘটনা, যা অনুরাগীদের কখনও অ্যাড্রিনালিন রাশ ঘটিয়েছে; কখনও আনন্দ দিয়েছে আবার কখনও বেদনারও কারণ হয়ে উঠেছে । ফেলে আসা বছরে এমনই ক্রীড়াজগতের বাছাই করা কয়েকটি ঘটনা একনজরে ।
জানুয়ারি
- সাবালেঙ্কা-জকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন জয়: 28 জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে নয়া চ্যাম্পিয়ন হন আরিনা সাবালেঙ্কা । তার ঠিক একদিন পরই রড লেভার এরিনায় দশম বারের জন্য সিঙ্গলস খেতাব ঘরে তোলেন নোভাক জকোভিচ ।
ফেব্রুয়ারি
- ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় লস ব্ল্যাঙ্কোসদের:সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়ে 11 ফেব্রুয়ারি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতে রিয়াল মাদ্রিদ । পঞ্চম বারের জন্য় প্রতিযোগিতা সেরা হয় স্প্যানিশ ক্লাব ।
মার্চ
- আইএসএলের রং সবুজ-মেরুন: বেঙ্গালুরু এফসি'কে হারিয়ে আইএসএল জেতে এটিকে মোহনবাগান ।
এপ্রিল
- মহিলাদের ফাইনালিসিমা জিতল ইংল্যান্ড: 6 এপ্রিল লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার উইমেন ফাইনালিসিমা চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডের মেয়েরা ।
মে
- প্রিমিয়র লিগ জয় ম্যান সিটির: আধিপত্য বজায় রেখে নবমবার ইংল্যান্ডের ঘরোয়া লিগ জিতে নেয় ম্যান সিটি ।
আইপিএল জিতল সিএসকে: গুজরাত টাইটান্সকে হারিয়ে 29 মে পঞ্চমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়র লিগ জেতে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ।