কলকাতা, 16 অক্টোবর: সন্তোষ ট্রফি থেকে বাংলার বিদায় ৷ 32 বছরের চ্যাম্পিয়ন বাংলা সোমবার পাঞ্জাবের কাছে 0-3 গোলে হেরে বিদায় নিল ৷ চার ম্যাচের মধ্যে রঞ্জন চৌধুরীর বাংলা শুধু ওড়িশার বিরুদ্ধে জয় পেয়েছিল ৷ দিল্লি এবং হরিয়ানার সঙ্গে ড্র বাংলা দলকে সমস্যায় ফেলে ৷ মূলপর্বে যেতে সোমবার জয় ছাড়া অন্যপথ খোলা ছিল না বাংলার কাছে ৷ কিন্তু, মরণ-বাঁচন লড়াইয়ে 0-3 গোলে পাঞ্জাবের কাছে হেরে সন্তোষ ট্রফির যাত্রা শেষ বাংলার ৷ নিয়মরক্ষার ম্যাচে বাংলার প্রতিপক্ষ লাদাখ ৷
ওড়িশাকে হারিয়ে দারুণভাবে শুরু করেছিলেন জিতেন মুর্মুরা ৷ কিন্তু, পরবর্তী দুই ম্যাচে শুধুই ব্যর্থতা ৷ পরপর দুই ড্রয়ে বাংলা ফুটবল দল পরিস্থিতি কঠিন করেছিল নিজেরাই ৷ এই অবস্থায় ঘুরে দাঁড়ানোর বদলে আত্মসমর্পণ করলেন ফুটবলাররা ৷ আজ প্রথম থেকেই পঞ্জাবের বিরুদ্ধে ছন্দে ছিলেন না বাংলার ফুটবলাররা ৷ অথচ পঞ্জাব যে সন্তোষ ট্রফির এই পর্বে ছন্দে ছিল, তা কিন্তু নয় ৷
দিল্লি প্রথম ম্যাচে 3-1 গোলে লাদাখকে হারিয়েছে ৷ পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট 13 ৷ ওড়িশা তিন ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে ৷ এদিনের পর পঞ্জাব চার ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করল ৷ লাদাখ চার ম্যাচে তিন পয়েন্টে দাঁড়িয়ে ৷ হরিয়ানার ঝুলিতে তিন ম্যাচে এক পয়েন্ট ৷ বাংলা একটি জয় দুটো ড্র এবং একটি হারে চার ম্যাচে পাঁচ পয়েন্টে দাঁড়িয়ে ৷ লাদাখের বিরুদ্ধে জিতলেও মূলপর্বে যাওয়ার আশা নেই ৷ অথচ সন্তোষ ট্রফিতে অংশ নেওয়ার আগে বাংলা দলের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি আইএফএ ৷ তবুও ব্যর্থতা ৷