পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup 2022 : কালবৈশাখীতে লন্ডভন্ড যুবভারতী, একঘণ্টা বন্ধ থাকার পর শুরু মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ

কালবৈশাখীতে কার্যত লন্ডভন্ড হয়ে গেল যুবভারতী ক্রীড়াঙ্গন ৷ বন্ধ এএফসি কাপে মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ (ATK Mohun Bagan vs Bashundhara Kings) ৷

Kalbaisakhi hits Yuba Bharati Krirangan
কালবৈশাখীতে লন্ডভন্ড যুবভারতী

By

Published : May 21, 2022, 5:21 PM IST

Updated : May 21, 2022, 6:22 PM IST

কলকাতা, 21 মে : শনিবারের সন্ধ্যায় যুবভারতীতে এএফসি কাপে মুখোমুখি হয়েছিল মোহনবাগান-বসুন্ধরা কিংস ৷ তারমধ্যেই নেমে এল বিপর্যয় ৷ কালবৈশাখীতে কার্যত লন্ডভন্ড হয়ে গেল ‘বিশ্বমানের’ স্টেডিয়াম ৷

তীব্র ঝড়ের দাপটে প্রথমে স্টেডিয়ামের অ্যাসবেস্টর্স ভেঙে মাঠে পড়ে ৷ তারপরেই বিজ্ঞাপনী ব্যানার ভেঙে মাঠের ভিতর গিয়ে পড়ে ৷ তারফলে একবার ম্যাচ বন্ধ করা হয় ৷ দু'মিনিটের মাথাতেই ফের ম্যাচ শুরু হয় ৷ শেষপর্যন্ত বজ্রপাত শুরু হলে ম্যাচ স্থগিত করে দেন চিনা তাইপেই এর রেফারি চেন সিন চুয়ান ৷

বেহাল দশা যুবভারতীর প্রেস বক্সেরও ৷ প্রথমে ছাদ চুঁইয়ে জল পড়তে শুরু করে ৷ খানিকক্ষণের মধ্যেই তা কার্যত ভয়াবহ রুপ নেয় ৷ প্রেস বক্সের দরজায় দাঁড়িয়ে জল আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন ম্যাচ কভার করতে আসা সাংবাদিকরা ৷

কালবৈশাখীতে লন্ডভন্ড যুবভারতী

আরও পড়ুন : বাগানে বিপর্যয়, হাঁটুর চোটে এএফসি কাপ থেকেই ছিটকে গেলেন তিরি

শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্যোগ কাটিয়ে ফের ম্যাচ শুরু হয়েছে ৷ প্রথম ম্যাচে গোকুলামের কাছে 2-4 পর্যুদস্ত হওয়ার পর এএফসি-র মূলপর্বে মেরিনার্সদের পক্ষে ঘুরে দাঁড়ানো বেশ চ্যালেঞ্জিং ৷ ফলে বসুন্ধরার বিরুদ্ধে কার্যত ‘ডু অর ডাই ’ ম্যাচে মাঠে নেমেছে ফেরান্দোর ছেলেরা ৷

Last Updated : May 21, 2022, 6:22 PM IST

For All Latest Updates

TAGGED:

AFC Cup 2022

ABOUT THE AUTHOR

...view details