পশ্চিমবঙ্গ

west bengal

পাকিস্তানি অ্যাথলিটের প্রশংসায় টুইট দেশের অ্যাথলেটিক্স ফেডারেশনের

By

Published : Dec 9, 2019, 4:20 AM IST

পাকিস্তানি অ্যাথলিটের প্রশংসা করে টুইট করা হয়েছে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে ৷ প্রশংসায় টুইটার নেটিজেনরা ৷

athletics-federation-of-india-congrats-pakistan-javelin-star-arshad-nadeem
পাকিস্তানি অ্যাথলিটের প্রশংসায় টুইট দেশের অ্যাথলেটিক্স ফেডারেশনের

দিল্লি, 9 ডিসেম্বর : ভারত-পাকিস্তান ৷ প্রতিবেশী দুই দেশের সম্পর্কে সারাক্ষণই চলছে টানাপোড়েন ৷ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও শীতলতা তৈরি হয়েছে ৷ এবার পাকিস্তানেরই এক অ্যাথলিটের প্রশংসা করে টুইল করল ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন ৷

পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জিতে 2020 সালের টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করার পরই এই টুইট করা হয় ৷ নেপালে অনুষ্ঠিত এই খেলায় 86.48 মিটার জ্যাভলিন ছুড়ে স্বর্ণপদক পেয়েছেন আরশাদ ৷ সেই উপলক্ষ্যেই শুভেচ্ছা জানানো হয় তারকাকে ৷ এই খেলায় রৌপ্য পদক জিতেছেন ভারতের শিবপাল সিংহ । তিনি জ্যাভলিন ছোড়েন 85 মিটার৷ এটিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে নির্ধারিত পরিমাপ । তিনিও আগামী বছর টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন সরাসরি ।

কয়েক দশক পেরিয়ে পাকিস্তানের কোনও অ্যাথলিট সরাসরি যোগ্যতা অর্জন করলেন অলিম্পিকে খেলার । শনিবার ওই টুইট করা হয়। সঙ্গে ছিল আরশাদ নাদিম ও ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার একটি পুরোনো ছবি ৷ এই টুইটের পরই নেটিজেনদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন ৷ 'খেলাই মিলিয়ে দিল দুই দেশকে' ৷ 'শান্তি চাই, যুদ্ধ নয়' ৷ 'ভারতের পক্ষেই এমনটা করা সম্ভব,' নেটিজেনদের তরফে পোস্টটিতে এ জাতীয় মন্তব্যই এসেছে ৷

ABOUT THE AUTHOR

...view details