গুলমার্গ, 10 ফেব্রুয়ারি:জম্মু ও কাশ্মীরের গুলমার্গে বসছে এবারের 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমস'। 10 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে উত্তর কাশ্মীরের গুলমার্গে বিখ্য়াত স্কি রিসর্টে শুরু হল এই গেমস। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এই গেমসের আজ উদ্বোধন করলেন (Anurag Thakur Inaugurated Third Edition of Khelo India Winter Games) ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জম্মু ও কাশ্মীরের মাননীয় লেফটেন্যান্ট গভর্নর, শ্রী মনোজ সিনহা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং তরুণ ক্রীড়াবিদ, কোচ এবং কর্মীরা ৷ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই খেলার কথা উল্লেখ করেছিলেন 'মন কি বাত'-এর অনুষ্ঠানে ৷
এদিন শান্তির বার্তা নিয়ে সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুরাগ ঠাকুর ৷ ঐতিহ্যবাহী নাচে-গানের মধ্যে দিয়ে গুলমার্গের উপত্যকাজুড়ে 40টি খেলো ইন্ডিয়া সেন্টারের একটি উল্লেখযোগ্য ই-লঞ্চও ছিল। মনোজ সিনহার সঙ্গে তৃতীয় 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমস'-এর থিম সং, ম্যাসকট ও জার্সি উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী। মন্ত্রী এদিন জানিয়েছেন, সারা দেশ থেকে 1 হাজার 500 জন অ্যাথলিট এই গেমসে যোগ দেবে। এই গেমসের কারণে শুধু জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্ম খেলার ব্যাপারে উৎসাহিত হবে তা নয় উপত্যকার পর্যটনেরও প্রচার ও প্রসার ঘটবে।