পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISSF Junior WC: বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ঐশ্বরি

50 মিটার রাইফেল থ্রি-পজিশনে ফরাসি প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে সোনা জিতলেন ঐশ্বরি ৷ রুপো জিতে দ্বিতীয়স্থানে শেষ করা ফরাসি শ্যুটারের তুলনায় 6.9 পয়েন্ট বেশি স্কোর করেন ঐশ্বরি ৷ সোমবার দিনের প্রথম সোনাটি জেতেন 14 বছরের নামিয়া কাপুর ৷

ISSF Junior WC
বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ঐশ্বরি

By

Published : Oct 5, 2021, 10:37 AM IST

লিমা, 5 অক্টোবর: টোকিও অলিম্পিকসের হতাশা কাটিয়ে ধীরে-ধীরে ছন্দে ফিরছে ভারতীয় শ্যুটিং ৷ সৌজন্যে আইএসএসএফ জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপ ৷ জুলাইয়ে অলিম্পিকসের মঞ্চে একরাশ হতাশা উপহার দেওয়া মনু ভাকের (Manu Bhaker) ইতিমধ্যেই সোনা জয়ের হ্যাটট্রিক করেছেন ৷ এরপর সোমবার দেশের হয়ে অষ্টম সোনা নিয়ে এলেন ঐশ্বরি প্রতাপ সিং তোমার (Aishwary Pratap Singh Tomar) ৷

জুনিয়র বিশ্বরেকর্ড গড়ে 50 মিটার রাইফেল থ্রি-পজিশনে সোনা নিয়ে এলেন মধ্যপ্রদেশের এই শ্যুটার ৷ প্রথমে যোগ্যতা-অর্জন পর্বে পুরনো বিশ্বরেকর্ড স্পর্শ করেন, এরপর ফাইনালে নয়া বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নেন ঐশ্বরি ৷ ফাইনালে 463.4 পয়েন্ট স্কোর করে সোনার পদক গলায় ঝোলান বছর কুড়ির অলিম্পিয়ান শ্যুটার ৷

রুপো জিতে দ্বিতীয়স্থানে শেষ করা ফরাসি শ্যুটারের তুলনায় 6.9 পয়েন্ট বেশি স্কোর করেন ঐশ্বরি ৷ এর আগে সোমবার দিনের প্রথম সোনাটি আসে 14 বছরের নামিয়া কাপুরের (Namyaa Kapoor) হাত ধরে ৷ মেয়েদের 25 মিটার পিস্তল ইভেন্টে দেশোয়ালি মনু ভাকেরকে পিছনে ফেলে পোডিয়াম শীর্ষে ফিনিশ করেন নামিয়া ৷ ওই একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ভাকের ৷ ওই ইভেন্টে রুপো জিতে নেন ফ্রান্সের ক্যামিলি ৷

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের হ্যাটট্রিক ভারতীয় শ্যুটারের

ফাইনালে 50 পয়েন্টের মধ্যে সর্বাধিক 36 পয়েন্ট সংগ্রহ করে নিকটতম ফরাসি প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলেন দিল্লি শ্যুটার ৷ অন্য়দিকে শুরুটা ভাল করেও পরবর্তীতে পিছিয়ে পড়েন ভাকের ৷ সোমবার জোড়া সোনা সহযোগে 3টি পদক ঘরে আসায় পদক তালিকার শীর্ষে অবস্থান মজবুত করল ভারত ৷ ভারতের ঝুলিতে এখন 8টি সোনা, 6টি রুপো এবং 3টি ব্রোঞ্জ ৷

ABOUT THE AUTHOR

...view details