বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় সুইটি বোরার নয়াদিল্লি, 25 মার্চ: নীতু ঘাংঘাসের জয়ের সেলিব্রেশনের সঙ্গেই দ্বিতীয় স্বর্ণপদকের আশায় দেশের ক্রীড়া অনুরাগীরা চোখ রেখেছিলেন টেলিভিশনে ৷ নিরাশ করলেন না সুইটি বোরা ৷ সোনাজয়ের আনন্দ দ্বিগুণ করে নীতু ঘাংঘাসের পর রাজধানীতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন নীতুর রাজ্যেরই সুইটি বোরা (Saweety Boora wins gold in Boxing World Championship) ৷ অর্থাৎ সপ্তম ভারতীয় হিসেবে ইতিহাসে নাম লেখালেন হরিয়ানার বক্সার ৷
লাইট হেভিওয়েট বিভাগের (81 কেজি) ফাইনালে রুদ্ধশ্বাস বাউটে চিনের ওয়াং লিনা-কে 4-3 (পয়েন্ট) ব্যবধানে পরাজিত করলেন সুইটি ৷ এর কিছুক্ষণ আগেই লাইট ফ্লাইওয়েট অর্থাৎ 48 কেজি ক্যাটেগরিতে স্বর্ণপদক জিতে নেন নীতু ঘাংঘাস ৷ বিশ্বচ্যাম্পিয়নশিপে একইদিনে জোড়া সোনা জিতে দেশের হয়ে অনন্য নজির গড়লেন দু'জনে ৷ অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নীতুর সোনাজয় এদিন ফাইনালে নামার আগে নিঃসন্দেহে তাতিয়ে দিয়েছিল সুইটিকে ৷ যদিও প্রথমজনের মত একাধিপত্য নিয়ে সহজ জয় নয়, বরং সুইটির সঙ্গে ওয়াং লিনার লড়াই ছিল সেয়ানে-সেয়ানে ৷
প্রথম দুটি রাউন্ড 3-2 ব্যবধানে জিতে নেওয়ার পর তৃতীয় তথা নির্ণায়ক রাউন্ডে চিনা প্রতিদ্বন্দ্বী প্রত্যাঘাতে ফিরে আসার বার্তা দিয়েছিলেন ওয়াং লিনা ৷ কিন্তু শেষ পর্যন্ত অফিসিয়ালদের চূড়ান্ত সিদ্ধান্তে মাত্র এক পয়েন্টে বাজিমাত করেন সুইটি ৷ তবে বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে হরিয়ানা বক্সারের সাফল্য এই প্রথম নয় ৷ এর আগে 2014 রুপো জিতেছিলেন অর্জুন জয়ী কবাডি তারকা দীপক হুডার স্ত্রী ৷ তবে এবার সেই দূরত্ব চোকাতে বদ্ধপরিকর ছিলেন তিনি ৷ শেষমেশ সফলও হলেন ৷
আরও পড়ুন:বক্সিংয়ের বিশ্বমঞ্চে ফের 'চক দে', ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা নীতু ঘাংঘাসের
চলতি বছর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়ে শিরোনামে এসেছিলেন সুইটি ৷ তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় দেশের ক্রীড়াজগতে আলাদা পরিচিতি গড়ে দিল তাঁর ৷ সুইটির হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বাদশ সোনা এল ভারতের ঘরে ৷ মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি, নিখাত জারিন, নীতু ঘাংঘাসের পর সপ্তম ভারতীয় বক্সার হিসেবে প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি ৷