নয়াদিল্লি, 6 জুলাই :ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন সোমবার টোকিয়ো অলিম্পিক্সের জন্য 26 সদস্যের দল ঘোষণা করল ৷ এবারের অলিম্পিক্সের অ্যাথলেটিক ইভেন্ট শুরু হবে 31 জুলাই ৷ যা চলবে 9 অগস্ট পর্যন্ত৷ ফেডারেশনের সভাপতি অ্যাডিলি জে সুমারিওয়ালা এবার ভারতীয় দল ভাল ফল করবে বলে আশা প্রকাশ করেছেন ৷
আরও পড়ুন :টোকিয়োয় ভারতীয় দলের পতাকা বইবেন মেরি কম , মনপ্রীত ও বজরং
তিনি বলেন, ‘‘অলিম্পিক গেমসের জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি দল পাঠাতে পারায় আমরা খুশি ৷’’ তাঁর দাবি, করোনা পরিস্থিতির জন্য সারা বিশ্বের অনেক অ্যাথলিটের শারীরিক ফিটনেস ভালো জায়গায় নেই ৷ অনেকে মাঠে নামতে না পেরে মানসিকভাবেও পিছিয়ে পড়েছেন ৷ সেই জায়গায় লকডাউনেও ভারতীয় খেলোয়াড়রা নিয়মিত অনুশীলনে ছিলেন ৷ এর জন্য তিনি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷
এবার ভারতীয় দলে থাকা 12 জন অ্যাথলিট, যাঁরা ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন এবং 4x400 মিটার মিক্সড রিলে টিম বিশ্ব অ্যাথলেটিক্সে জিতে সরাসরি অলিম্পিক্সে জায়গা করে নিয়েছেন ৷ দ্যুতি চাঁদ (মেয়েদের 100 ও 200 মিটার), এমপি জাবির (ছেলেদের 400 মিটার হার্ডল), গুরপ্রিত সিং (ছেলেদের 50 কিমি হাঁটা প্রতিযোগিতা) এবং অন্নু রানি (মহিলাদের জ্যাভলিন থ্রো) সরাসরি অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন ৷ এই বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ৷