পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : অ্যাথলেটিক্সে 26 জনের দল ঘোষণা ভারতের

এবারের টোকিয়ো অলিম্পিক্সের অ্যাথলেটিক ইভেন্ট শুরু হবে 31 জুলাই ৷ শেষ হবে 9 অগস্ট পর্যন্ত ৷ সেখানে ভারত এবার ভাল ফল করবে বলে আশাবাদী ফেডারেশনের সভাপতি অ্যাডিলি জে সুমারিওয়ালা ৷

afi-names-26-member-squad-for-tokyo-olympics
Tokyo Olympics : অ্যাথলেটিক্সে 26 জনের দল ঘোষণা ভারতের

By

Published : Jul 6, 2021, 1:27 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই :ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন সোমবার টোকিয়ো অলিম্পিক্সের জন্য 26 সদস্যের দল ঘোষণা করল ৷ এবারের অলিম্পিক্সের অ্যাথলেটিক ইভেন্ট শুরু হবে 31 জুলাই ৷ যা চলবে 9 অগস্ট পর্যন্ত৷ ফেডারেশনের সভাপতি অ্যাডিলি জে সুমারিওয়ালা এবার ভারতীয় দল ভাল ফল করবে বলে আশা প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন :টোকিয়োয় ভারতীয় দলের পতাকা বইবেন মেরি কম , মনপ্রীত ও বজরং

তিনি বলেন, ‘‘অলিম্পিক গেমসের জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি দল পাঠাতে পারায় আমরা খুশি ৷’’ তাঁর দাবি, করোনা পরিস্থিতির জন্য সারা বিশ্বের অনেক অ্যাথলিটের শারীরিক ফিটনেস ভালো জায়গায় নেই ৷ অনেকে মাঠে নামতে না পেরে মানসিকভাবেও পিছিয়ে পড়েছেন ৷ সেই জায়গায় লকডাউনেও ভারতীয় খেলোয়াড়রা নিয়মিত অনুশীলনে ছিলেন ৷ এর জন্য তিনি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷

এবার ভারতীয় দলে থাকা 12 জন অ্যাথলিট, যাঁরা ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন এবং 4x400 মিটার মিক্সড রিলে টিম বিশ্ব অ্যাথলেটিক্সে জিতে সরাসরি অলিম্পিক্সে জায়গা করে নিয়েছেন ৷ দ্যুতি চাঁদ (মেয়েদের 100 ও 200 মিটার), এমপি জাবির (ছেলেদের 400 মিটার হার্ডল), গুরপ্রিত সিং (ছেলেদের 50 কিমি হাঁটা প্রতিযোগিতা) এবং অন্নু রানি (মহিলাদের জ্যাভলিন থ্রো) সরাসরি অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন ৷ এই বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ৷

আরও পড়ুন :অলিম্পিকসে পদক জয়ে দেশের বড় ভরসা, 26-এ পা সিন্ধুর

টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় দল

পুরুষ : অবিনাশ সাবল (3000 মিটার স্টিপলচেজ), এমপি জাবির (ছেলেদের 400 মিটার হার্ডল), এম শ্রীশঙ্কর (লং জাম্প), তেজিন্দরপাল সিং টুর (শট পাট), নীরজ চোপড়া ও শিবপাল সিং (জ্যাভলিন থ্রো), কেটি ইরফান, সন্দীপ কুমার ও রাহুল রোহিল্লা (20 কিমি হাঁটা) এবং গুরপ্রিত সিং (50 কিমি হাঁটা), 4x400 মিটার রিলে : আমোজ জ্যাকব, অ্যারোকিয়া রাজীব, মুহাম্মদ আনস, নাগানাথন পান্ডি, নোয়া নিরমল টম, 4x400 মিটার মিক্সড রিলে : সার্থক ভাম্ব্রি, অ্যালেক্স অ্যান্টনি ৷

মহিলা : দ্যুতি চাঁদ (100 ও 200 মিটার), কমলপ্রীত কৌর এবং সীমা অ্যান্টিল-পুনিয়া (ডিসকাস থ্রো) এবং অন্নু রানি (জ্যাভলিন থ্রো), ভাবনা জাঠ ও প্রিয়াঙ্কা গোস্বামী (20 কিমি হাঁটা) এবং (4x400 মিটার মিক্সড রিলে) : রেবতী বীরমনি, শুভ ভেঙ্কটেসন ও ধনলক্ষ্মী শেখর ৷

আরও পড়ুন :Dutee Chand : রিও অলিম্পিকসে পারিনি, টোকিয়োতে করে দেখাব ; আত্মবিশ্বাসী দ্যুতি

ABOUT THE AUTHOR

...view details