নয়াদিল্লি, 30 অগস্ট: এআইএফএফ-কে 18 হাজার মার্কিন ডলার জরিমানা করল এএফসি (AIFF Fined By AFC) ৷ এশিয়ান কাপে জুন মাসে ভারতের কোয়ালিফায়িং ম্যাচে আফগানিস্তান ও হংকং ম্যাচে ভারতীয় দর্শকদের হামলার ঘটনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC Fines AIFF for Spectator Invasion) ৷ তবে, এই জরিমানার একটা বড় অংশ এএফসি-কে দিতে হবে না ৷ যদি না 2 বছরের মধ্যে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটে ৷ সেই জরিমানার পরিমাণটা হল 13 হাজার 500 মার্কিন ডলার ৷
এএফসি’র শৃঙ্খলা ও নীতি নির্ধারণ কমিটি এর আগে এআইএফএফ-কে 8 হাজার মার্কিন ডলার জরিমানা করেছিল ৷ সেবার ভারতীয় সমর্থকরা নিয়ন্ত্রিত এলাকায় ভারতের টেকনিক্যাল বেঞ্চে প্রবেশ করে গিয়েছিল বলে অভিযোগ ৷ আর সেটি হয়েছিল আফগানিস্তান ম্যাচে (Asian Cup Qualifying Round Matches) ৷ 11 জুনের ওই ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 2-1 গোলে জিতেছিল ৷ এএফসি’র শৃঙ্খলা কমিটি ওই ঘটনাকে এআইএফএফ-এর ‘অন্যায় আচরণ’ হিসাবে চিহ্নিত করেছিল ৷