বেঙ্গালুরু, 29 অগাস্ট: PPE কিট পরে খেলরত্ন পুরস্কার ! কোরোনা পরিস্থিতির মধ্যে এমনই ছবি দেখা গেল বেঙ্গালুরুর SAI সেন্টারে ৷ শনিবার সকালে PPE কিট পরে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল ৷
PPE কিট পরে খেলরত্ন পুরস্কার ! টুইট ক্রীড়ামন্ত্রীর - PPE কিট পরে খেলরত্ন পুরস্কার ! টুইট ক্রীড়ামন্ত্রীর
পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং সহ একাধিক খেলোয়াড় কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সকলেই সেরে উঠেছেন ৷ তবে সেই ঘটনার পরই খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে আরও তৎপর হয়েছে হকি ইন্ডিয়া ৷
রানির ছবি টুইট করেছেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ ছবিতে রানি রামপালকে বোঝাই যাচ্ছে না ৷ তাই রিজিজু লেখেন, "ইনি হচ্ছেন রানি রামপাল ৷ ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক ৷ ভার্চুয়ালি মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার নেওয়ার আগে সুরক্ষা বজায় রেখে এসেছেন ৷" পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং-সহ একাধিক খেলোয়াড় কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ সকলেই সেরে উঠেছেন ৷ তবে সেই ঘটনার পরই খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে আরও তৎপর হয়েছে হকি ইন্ডিয়া ৷
এই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছে দেশের মহিলা হকি টিম ৷ সেখানেই চলছে অনুশীলন ৷ তাই খেলরত্ন পুরস্কার নিতে বেঙ্গালুরুর SAI ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন রানি রামপাল ৷ তবে সংক্রমণ ঠেকাতে পরে গিয়েছিলেন পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (PPE) কিট ৷ চলতি বছরে ক্রিকেটার রোহিত শর্মা, টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা, প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান ও কুস্তিগীর ভিনেশ ফোগতের পাশাপাশি খেলরত্ন সম্মান পেয়েছেন রানি রামপাল ৷