পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

একদিন আগে কেশব দত্তর হাতে রত্ন সম্মান তুলে দিল মোহনবাগান

এবারই প্রথম ফুটবল ছাড়াও অন্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে ৷ সেই অনুযায়ী প্রবীণ হকি অলিম্পিয়ান কেশব দত্তের হাতে রত্ন সম্মান তুলে দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শারীরিক কারণে আগামীকালের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ তাই আজই তাঁর বাড়ি গিয়ে ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি রত্ন সম্মান তুলে দেন ৷

কেশব দত্তর হাতে রত্ন সম্মান তুলে দিল মোহনবাগান

By

Published : Jul 28, 2019, 9:05 PM IST

কলকাতা, 28 জুলাই: নবতিপর হকি অলিম্পিয়ান কেশব দত্তর বাড়িতে গিয়ে মোহনবাগান রত্ন সম্মান তুলে দিলেন ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি ৷ আজ বিকেলে যাদবপুরে প্রাক্তন তারকা অলিম্পিয়ানের বাড়ি গেছিলেন বাগান প্রেসিডেন্ট ।

কেশব দত্তর হাতে রত্ন সম্মান তুলে দিলেন মোহনবাগান ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি

আগামীকাল 29 জুলাই । মোহনবাগান দিবস । ক্লাব মাঠে এই অনুষ্ঠান ঘিরে সাজ-সাজ রব । যদিও গত কয়েক বছরের তুলনায় এবারের চাকচিক্য কিছুটা হলেও কম । এবছর দু'জন ক্রীড়া ব্যক্তিত্বের হাতে রত্ন সম্মান তুলে দিচ্ছেন ক্লাব কর্তারা ৷ সেই তালিকায় কেশববাবু ছাড়াও রয়েছেন অর্জুন সম্মান প্রাপক ফুটবলার ও বর্তমান সাংসদ প্রসূন ব্যানার্জি ৷ এবারই প্রথম ফুটবলার ছাড়াও অন্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান । সেই পরিকল্পনা মাফিক প্রথম রত্ন সম্মান প্রাপক ক্রীড়া ব্যক্তিত্ব কেশব দত্ত । কলকাতায় যে ক'জন জীবিত অলিম্পিয়ান রয়েছেন তাদের মধ্যে কেশববাবুর কাছেই দু'টো হকি অলিম্পিকের সোনা রয়েছে । পঁচানব্বই বছরের মানুষটি বার্ধক্যজনিত রোগে কাবু । তাই বাড়ির বাইরে বিশেষ বেরোন না । মোহনবাগান তাঁকে রত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করায় খুশি হয়েছিলেন ৷ কিন্তু 29 জুলাইয়ের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ সেটা জানিয়ে দিয়েছিলেন । সেই মতই প্রবীণ অলিম্পিয়ানের বাড়ি গিয়ে রত্ন সম্মান তুলে দিলেন মোহনবাগান প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি । তবে আগামীকাল অনুষ্ঠানে প্রসূন ব্যানার্জি উপস্থিত থাকবেন ৷ 64 বছরের প্রাক্তন এই ফুটবলার রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে নিয়ম করে মোহনবাগানের খেলা দেখেন । কাউকে কোনও উপহার দিতে গেলেও তাতে থাকে মোহনবাগানের ছোঁয়া । ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, রত্ন সম্মান তাঁর কাছে স্বপ্নপূরণের সমান । মোহনবাগান দিবস অনুষ্ঠানে সেরা ফুটবলারের পুরস্কার পাবেন অরিজিৎ বাগুই । বর্ষ সেরা অনুর্ধ্ব 19 পুরস্কার দেওয়া হচ্ছে জেলা লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে যুগ্মচ্যাম্পিয়ন মোহনবাগান অনুর্ধ্ব 19 দলকে । বর্ষসেরা ক্রিকেটার রাজকুমার পাল । গত মরশুমে 59টি উইকেট নিয়েছিলেন তিনি । সেরা অ্যাথলিটের পুরস্কার দেওয়া হচ্ছে তাপস দে-কে । জীবনকৃতি সম্মান পাচ্ছেন অশোক চ্যাটার্জি ৷

ABOUT THE AUTHOR

...view details