কলকাতা, 28 জুলাই: নবতিপর হকি অলিম্পিয়ান কেশব দত্তর বাড়িতে গিয়ে মোহনবাগান রত্ন সম্মান তুলে দিলেন ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি ৷ আজ বিকেলে যাদবপুরে প্রাক্তন তারকা অলিম্পিয়ানের বাড়ি গেছিলেন বাগান প্রেসিডেন্ট ।
একদিন আগে কেশব দত্তর হাতে রত্ন সম্মান তুলে দিল মোহনবাগান
এবারই প্রথম ফুটবল ছাড়াও অন্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে ৷ সেই অনুযায়ী প্রবীণ হকি অলিম্পিয়ান কেশব দত্তের হাতে রত্ন সম্মান তুলে দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শারীরিক কারণে আগামীকালের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ তাই আজই তাঁর বাড়ি গিয়ে ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি রত্ন সম্মান তুলে দেন ৷
আগামীকাল 29 জুলাই । মোহনবাগান দিবস । ক্লাব মাঠে এই অনুষ্ঠান ঘিরে সাজ-সাজ রব । যদিও গত কয়েক বছরের তুলনায় এবারের চাকচিক্য কিছুটা হলেও কম । এবছর দু'জন ক্রীড়া ব্যক্তিত্বের হাতে রত্ন সম্মান তুলে দিচ্ছেন ক্লাব কর্তারা ৷ সেই তালিকায় কেশববাবু ছাড়াও রয়েছেন অর্জুন সম্মান প্রাপক ফুটবলার ও বর্তমান সাংসদ প্রসূন ব্যানার্জি ৷ এবারই প্রথম ফুটবলার ছাড়াও অন্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান । সেই পরিকল্পনা মাফিক প্রথম রত্ন সম্মান প্রাপক ক্রীড়া ব্যক্তিত্ব কেশব দত্ত । কলকাতায় যে ক'জন জীবিত অলিম্পিয়ান রয়েছেন তাদের মধ্যে কেশববাবুর কাছেই দু'টো হকি অলিম্পিকের সোনা রয়েছে । পঁচানব্বই বছরের মানুষটি বার্ধক্যজনিত রোগে কাবু । তাই বাড়ির বাইরে বিশেষ বেরোন না । মোহনবাগান তাঁকে রত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করায় খুশি হয়েছিলেন ৷ কিন্তু 29 জুলাইয়ের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ সেটা জানিয়ে দিয়েছিলেন । সেই মতই প্রবীণ অলিম্পিয়ানের বাড়ি গিয়ে রত্ন সম্মান তুলে দিলেন মোহনবাগান প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি । তবে আগামীকাল অনুষ্ঠানে প্রসূন ব্যানার্জি উপস্থিত থাকবেন ৷ 64 বছরের প্রাক্তন এই ফুটবলার রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে নিয়ম করে মোহনবাগানের খেলা দেখেন । কাউকে কোনও উপহার দিতে গেলেও তাতে থাকে মোহনবাগানের ছোঁয়া । ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, রত্ন সম্মান তাঁর কাছে স্বপ্নপূরণের সমান । মোহনবাগান দিবস অনুষ্ঠানে সেরা ফুটবলারের পুরস্কার পাবেন অরিজিৎ বাগুই । বর্ষ সেরা অনুর্ধ্ব 19 পুরস্কার দেওয়া হচ্ছে জেলা লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে যুগ্মচ্যাম্পিয়ন মোহনবাগান অনুর্ধ্ব 19 দলকে । বর্ষসেরা ক্রিকেটার রাজকুমার পাল । গত মরশুমে 59টি উইকেট নিয়েছিলেন তিনি । সেরা অ্যাথলিটের পুরস্কার দেওয়া হচ্ছে তাপস দে-কে । জীবনকৃতি সম্মান পাচ্ছেন অশোক চ্যাটার্জি ৷