জামশেদপুদর, 8 অগাস্ট : সামনেই 2020-21 মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ ৷ তার আগে নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে দলগুলি ৷ এবার সেই কাজে এক ধাপ এগিয়ে গেল জামশেদপুর FC ৷ কোচ হিসেবে ওয়েন কয়লেকে দলে নিল জামশেদজপুর ৷
2019-20 সালে ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হয় কয়লের ৷ টুর্নামেন্টে টেবিলের সবার শেষে থাকা দলকে ফাইনালে তোলেন তিনি ৷ ISL-এর মাঝপথে চেন্নাইনের দায়িত্ব নিয়েছিলেন তিনি ৷ তার পর থেকেই দুরন্ত ফুটবল খেলে চেন্নাইন ৷ আক্রমণাত্মক ফুটবল খেলাই ওয়েনের স্টাইল ৷
ক্লাবের অফিসিয়াল পেজে ওয়েন বলেন, ‘‘ জামশেদপুরের ফুটবল ঐতিহ্য দুরন্ত ৷ ক্লাবের সমস্ত জিনিস সঠিক জায়গায় আছে ৷ এর ভবিষ্যৎ পরিকল্পনাও যথেষ্ট শক্তিশালী ৷ এছাড়া টাটা ফুটবল অ্যাকাডেমির সুযোগ সুবিধা প্রায় ইউরোপের অ্যাকাডেমিগুলির সমান ৷ জামশেদপুরের দর্শক, ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা ৷ এমন একটা ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ৷ আমি আমার কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করব ৷’’