বোগোটা , 1 অগাস্ট : কোরোনা সংক্রমণের জেরে বন্ধ ফুটবল । পরিবর্তিত পরিস্থিতিতে কী হবে রণকৌশল ? কীভাবে মাঠে ফেরানো যায় ফুলবল ? প্রশ্ন অনেক । এই সবের উত্তর খুঁজতে দীর্ঘদিন পর কলম্বিয়া জাতীয় দলের "বিরাট পরিবার" মিলিত হয়েছিল । কলম্বিয়ার টেকনিকাল ডিরেক্টর কার্লোস কুইরোজ় তিনটি ভার্চুয়াল সেশন করেন । সেশনে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রামন হেসুরুন, স্পোর্টস ডিরেক্টর মারিও ইয়েপস, জাতীয় দলের ডিরেক্টর আইভান নভেল্লা, কোচিং স্টাফের কয়েকজন সদস্য এবং জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন ।
তিনটি সভাতেই সকলে একসঙ্গে থাকার বার্তা দিয়েছেন । ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি আসতে পারে, তাই এখন থেকেই পরিকল্পনা করে এগোনোর বিষয়ে মত দিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা । ভিডিয়ো কনফারেন্স হলেও দীর্ঘদিন পর এক সঙ্গে মিলিত হতে পেরে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন সকলে ।
তিনটি সেশনের প্রথম গ্রুপে ছিলেন ডেভিড অস্পিনা, অ্যালডায়ার কুইন্টানা, ক্রিশ্চিয়ান বোরহা , ড্যানিয়েল মুউজ, জেসন মুরিলো, ঝন লুসি, জর্মন ক্যাম্পুজানো, ভেক্টর ক্যান্তিলো, এদার আলভারেজ় বালান্তা, লুইস ফার্নান্দো মিউরিয়েল, স্টিভেন মেন্ডোজা, আলফ্রেডোলোজিকা এবং দুভান জাপাটা।