কলকাতা, 4 মার্চ : বড় তিন ক্লাবকে রাজ্য ফুটবল সংস্থার পদাধিকারে আটকাতে নতুন নিয়ম আনতে চলেছে আইএফএ । শুক্রবার সংস্থার স্পেশাল অ্যানুয়াল জেনারেল মিটিং । সেখানেই এই ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হবে । নতুন নিয়মে বলা হচ্ছে কোনও ক্লাবের সদস্য সংখ্যা যদি আড়াই হাজারের বেশি হয় এবং তিনি যদি তার ক্লাবের কার্যকরী কমিটির কোনও পদাধিকারী হন তাহলে তিনি আইএফএর কোনও পদে থাকতে পারবেন না ।
এই নতুন নিয়মে ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডানের নাম প্রত্যক্ষভাবে নেই । কিন্তু সকলেই জানেন দুই প্রধান ছাড়া কোনও ক্লাবের বিরাট সংখ্যার সদস্য নেই । তাই এই নতুন নিয়মের ভাবনা চিন্তা যে বড় দলকে আটকাতে তা ধরে নেওয়া যায় । আইএফএ-র ঘনিষ্ঠ বৃত্ত বলছে এই পদক্ষেপের পেছনে কারণ আইএফএ সচিব এবং প্রেসিডেন্টের ভিন্ন মেরুতে অবস্থান । প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় কয়েকমাস আগে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সদস্য ছিলেন ।