কলকাতা, 24 জানুয়ারি : দলবদলের দ্বিতীয় উইন্ডোতে সুব্রত পালকে দলে নিল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি থেকে লাল হলুদে এলেন বাঙালি গোলরক্ষক। 34 বছর বয়সি সুব্রত হাঁটুর চোটে ভুগছিলেন। আপাতত ফিট হয়ে অনুশীলন শুরু করেছেন । হায়দরাবাদের হয়ে আপাতত ছ’টি ম্যাচ খেলেছেন বাঙালি এই গোলকিপার । যার মধ্যে দু‘টি ম্য়াতে অপরাজিত ছিলেন তিনি ।
সুব্রত পালের সদ্য পুরানো দলে আপাতত কুট্টিমানি নিয়মিত খেলছেন । ফলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার লক্ষ্যে লাল হলুদে এলেন সোদপুরের মিষ্টু । ইস্টবেঙ্গল থেকে লিয়েনে হায়দরাবাদ এফসিতে সই করলেন শংকর রায়। তিনিও চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন। ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার ইতিমধ্যে একজন সিনিয়র গোলরক্ষকের প্রয়োজনীতার কথা বলেছিলেন। কারণ, দেবজিৎ মজুমদার দুরন্ত ফুটবল খেললেও পরিবর্ত হিসেবে একজন অভিজ্ঞ কাউকে দরকার বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন তিনি।