পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে সুব্রত পাল

আইএসএলে এখনও পর্যন্ত 91টি ম্যাচে 28টি ম্যাচে অপরাজিত বাংলার সুব্রত পাল । মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি এবং হায়দরাবাদ এফসিতে খেলার পরে ইস্টবেঙ্গলের জার্সিতে সই করলেন তিনি । টাটা ফুটবল অ্যাকাডেমির থেকে ফুটবল গ্র্যাজুয়েট সুব্রত পালের প্রথম ক্লাব মোহনবাগান।

subrata-paul-comes-to-east-bengal
নতুন বছরে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে সুব্রত পাল

By

Published : Jan 24, 2021, 7:53 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : দলবদলের দ্বিতীয় উইন্ডোতে সুব্রত পালকে দলে নিল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি থেকে লাল হলুদে এলেন বাঙালি গোলরক্ষক। 34 বছর বয়সি সুব্রত হাঁটুর চোটে ভুগছিলেন। আপাতত ফিট হয়ে অনুশীলন শুরু করেছেন । হায়দরাবাদের হয়ে আপাতত ছ’টি ম্যাচ খেলেছেন বাঙালি এই গোলকিপার । যার মধ্যে দু‘টি ম্য়াতে অপরাজিত ছিলেন তিনি ।

সুব্রত পালের সদ্য পুরানো দলে আপাতত কুট্টিমানি নিয়মিত খেলছেন । ফলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার লক্ষ্যে লাল হলুদে এলেন সোদপুরের মিষ্টু । ইস্টবেঙ্গল থেকে লিয়েনে হায়দরাবাদ এফসিতে সই করলেন শংকর রায়। তিনিও চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন। ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার ইতিমধ্যে একজন সিনিয়র গোলরক্ষকের প্রয়োজনীতার কথা বলেছিলেন। কারণ, দেবজিৎ মজুমদার দুরন্ত ফুটবল খেললেও পরিবর্ত হিসেবে একজন অভিজ্ঞ কাউকে দরকার বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : হারলেও হতাশ নন, শেষ চারের আশায় জয়ের খোঁজে ফাওলার

আইএসএলে এখনও পর্যন্ত 91টি ম্যাচে 28টি ম্যাচে অপরাজিত বাংলার সুব্রত পাল । মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি এবং হায়দরাবাদ এফসিতে খেলার পরে ইস্টবেঙ্গলের জার্সিতে সই করলেন তিনি । টাটা ফুটবল অ্যাকাডেমির থেকে ফুটবল গ্র্যাজুয়েট সুব্রত পালের প্রথম ক্লাব মোহনবাগান। 2008-09 মরসুমে তিনি ইস্টবেঙ্গলে সই করেন এবং ফেডারেশন কাপ জয়ের অন্যতম সদস্যও ছিলেন । ভারতীয় দলের হয়ে একাধিক স্মরণীয় পারফরম্যান্সের মালিক, কোনও দিন আইএসএলে প্লে অফ পর্বে খেলতে পারেননি। গতবছর ডিসেম্বর মাসে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হায়দরাবাদ এফসির হয়ে খেলেছিলেন। নতুন বছরে এখনও একটিও ম্যাচ খেলেননি তিনি । এখন দেখার দল বদলে সুব্রত পাল নতুনভাবে নিজেকে মেলে ধরতে পারেন কি না।

ABOUT THE AUTHOR

...view details