কলকাতা, 1 অগাস্ট : মহামেডানের অনুশীলন শুরু করার আর্জি প্রাথমিকভাবে খারিজ করেছিল রাজ্য সরকার ৷ তবে সেই সমস্যার সমাধানের খোঁজে 4 অগাস্ট মহামেডান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।
দিন তিনেক আগে স্পোর্টস কাউন্সিলের বৈঠকে অনুশীলন শুরু করার আবেদন করে মহামেডান । কিন্তু এই অবস্থায় খেলা শুরুর অনুমতি কোনও অবস্থাতেই দিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার । খেলার দুনিয়ার দরজা খুলতে রাজি নয় রাজ্যে সরকারও ।
আরও পড়ুন :- ISL-এ দর্শকের থেকে বেশি পুলিশকর্মী থাকে : অরূপ
ইতিমধ্যে 31 অগাস্ট অবধি লকডাউন জারি করা হয়েছে । তাই মহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বল গড়ানোর কথা বললেও তার সম্মতি দেওয়া হয়নি । মহামেডান ক্লাব ইতিমধ্যে ময়দানের প্রথম ক্লাব হিসেবে স্যানিটাইজ়িং টানেল বসিয়েছে । যাবতীয় স্বাস্থ্যবিধি মানার প্রতিশ্রুতি দেওয়া হলেও অনুমতি দিতে রাজি হয়নি ক্রীড়ামন্ত্রক ।
তবে আই লিগের দ্বিতীয় ডিভিশন কড়া নাড়ছে । তারই প্রস্তুতি শুরু করতে চায় মহমেডান । অনুশীলনের প্রয়োজনীয়তা অনুভব করে বিষয়টি ভাবার ইঙ্গিত দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । 4 অগাস্ট মহামেডান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন তিনি ।