পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানসহ ৬ ক্লাব সুপার কাপে নেই, ভিন্ন সুর ইস্টবেঙ্গলের - east bengal

ফেডারেশনের বিরুদ্ধে কার্যত বিদ্রোহের পথে মোহনবাগান সহ আইলিগের ছয়টি ক্লাব। বুধবার ছয়টি ক্লাব একযোগে সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ার কথা জানিয়ে দিল। ইস্টবেঙ্গল প্রথমে বয়কটের পথে হাঁটলেও পরে কিছুটা হলেও ধীরে চলো নীতি নিয়েছে।

By

Published : Mar 13, 2019, 9:58 PM IST

কলকাতা, ১৩ মার্চ : ফেডারেশনের বিরুদ্ধে কার্যত বিদ্রোহের পথে মোহনবাগান সহ আইলিগের ছয়টি ক্লাব। বুধবার ছয়টি ক্লাব একযোগে সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ার কথা জানিয়ে দিল। ছয় বড় ক্লাবের জোট এক ইমেল বার্তায় জানিয়েছে, ফেডারেশনের তরফে সঠিক ব্যবহার ও দিশা না পাওয়াতেই তারা সুপার কাপ থেকে সরে দাঁড়াচ্ছে।

১৮ ফেব্রুয়ারি ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলকে চিঠি দিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার অনুরোধ করেছিল সাতটি আইলিগ খেলা ক্লাব। কিন্তু তার কোনও উত্তর মেলেনি। আইলিগের ভবিষ্যৎ নিয়ে কোনও রূপরেখা এখনও অবধি পাওয়া যায়নি। আইলিগের আর্থিক পৃষ্ঠপোষকতার কী ভবিষ্যৎ, সেটারও কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মোহনবাগান ছাড়াও সাত দলের জোটে ইস্টবেঙ্গল, চেন্নাই সিটি FC, নেরোকা FC,আইজল FC, গোকুলাম FC ও মিনার্ভা পঞ্জাব রয়েছে। ইস্টবেঙ্গল ছাড়া ছয় দলের বয়কটে সুপার কাপের ভবিষ্যৎ নিয়ে জট ক্রমেই জটিল হচ্ছে। ইস্টবেঙ্গল প্রথমে বয়কটের পথে হাঁটলেও পরে কিছুটা হলেও ধীরে চলো নীতি নিয়েছে।

সুপার কাপ থেকে নাম তুলে নেওয়া নিয়ে কোয়েস ইস্টবেঙ্গল প্রথমে একটি ইমেল পাঠানো হলেও ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের বক্তব্যের পরে বিষয় বদলে যায়। ইস্টবেঙ্গলের স্পনসর গ্রুপ কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাককে একটি চিঠি ইস্টবেঙ্গলের তরফে পাঠানো হয়েছে। যেখানে সুপার কাপে অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ইস্টবেঙ্গল কখনই খেলা থেকে পালিয়ে যায় না। অজিত আইজ্যাককে হয়তো ভুল বোঝানো হয়েছে। তাই একটা বৈঠকের সময় চাওয়া হয়েছে। তারপরে এই ব্যাপারে যাবতীয় ধোঁয়াশা কেটে যাবে।

সুপার কাপ থেকে মোহনবাগানের নাম তুলে নেওয়া ঘোষণা করে ইমেলের পরে কোয়েস ইস্টবেঙ্গলের তরফেও একই মেল পাঠানো হয়। কিন্তু দেবব্রত সরকারের সুপার কাপ বয়কট না করার অবস্থানে ইস্টবেঙ্গল খেলছে না, একথা এখনই বলা যাচ্ছে না। যদিও সুপার কাপ ঘিরে অঙ্ক ক্রমেই জটিল হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details