পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মহামেডানের নতুন কোচ শংকরলাল - মহমেডান

মহামেডানের নতুন কোচ হতে চলেছে শংকরলাল । তাঁকে নিয়ে আলোচনায় বসতে চলেছে সচিব ওয়াসিম আক্রম ।

Mahamedan
Mahamedan

By

Published : Dec 23, 2020, 8:40 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : স্প্যানিশ কোচ জোসে হাভিয়াকে বিদায় দিয়ে নতুন কোচ নিয়োগ করতে চলেছে মহামেডান স্পোর্টিং । তবে ট্রেভর জেমস মর্গ্যানের মতো বিদেশি কোচ নয়, এবার তাঁদের ভরসা বাঙালি কোচের নৈপুণ্য । মহমেডানের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন শংকরলাল চক্রবর্তী । বৃহস্পতিবার তাঁকে নিয়ে আলোচনায় বসবেন সাদাকালো সচিব ওয়াসিম আক্রম । সেখানেই চুক্তির ব্যাপারটি চূড়ান্ত হবে ।

জানা গিয়েছে, তিন মাস অর্থাৎ আসন্ন আই লিগ মূলপর্বের জন্য মহামেডান স্পোর্টিংয়ের কোচের চেয়ারে বসতে চলেছেন শংকরলাল চক্রবর্তী । মোহনবাগান, ভবানীপুর ক্লাবের পর মহমেডান স্পোর্টিংয়ের কোচ হতে চলেছেন তিনি । 9 জানুয়ারি থেকে আই লিগের মূলপর্বের খেলা শুরু । তার আগে পুরো দলকে দ্রুত তৈরি করার দায়িত্ব । যা চ্যালেঞ্জও বটে । নতুন দায়িত্ব নেওয়ার আগে শংকরলাল বলেন,"আলোচনা করে পরিস্থিতিটা বুঝতে হবে । দ্বিতীয় ডিভিশন আই লিগে ভবানীপুরের কোচ হিসেবে দলটাকে দেখেছি । তবে দূর থেকে দেখা আর তাঁদের সঙ্গে কাজ করা সম্পূর্ণ বিপরীত।। তবে দায়িত্ব যখন নিচ্ছি তখন একটা পরিকল্পনা রয়েছে । হাতে সময় কম । তা নিয়ে ভাবছি না । কারণ কোচেদের জীবনে এমন চ্যালেঞ্জ নিতেই হয় । মোহনবাগানের কোচ থাকার সময় এই পরিস্থিতিতে পড়েছিলাম, দল সামলাতে হয়েছিল । তাই আলোচনার পর পুরো পরিস্থিতি বোঝা দরকার ।"

বৃহস্পতিবার দুপুরে মহামেডান স্পোর্টিংয়ের কর্তাদের সঙ্গে নিউটাউনের তারকাখচিত হোটেলে শংকরলাল চক্রবর্তী আলোচনায় বসবেন । তবে সাদাকালো শিবির এখন কোভিডের জোরালো থাবায় আক্রান্ত । 14জন সদস্য আক্রান্ত । ফলে কাজটা অন্য ধরনের চ্যালেঞ্জ হতে চলেছে শংকরলালের কাছে । প্রসঙ্গত বলে রাখা ভালো মহমেডানের বিদায়ী কোচ জোসে হেভিয়াও কোরোনায় আক্রান্ত হয়ে কোয়ারানটিনে রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details