কলকাতা, 9 ডিসেম্বর : প্রতিপক্ষ চাণক্য তাঁর চেনা । 90 মিনিটের যুদ্ধে তিনি কতটা ধূর্ত তা অজানা নয় । তাই খেলোয়াড় জীবন থেকে চেনা আওয়েন কোয়েলেকে প্রতিপক্ষ ডাগআউটে দেখে সমীহ করছেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার ।
বৃহস্পতিবার লাল হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ জামশেদপুর এফসি । ইস্পাত নগরীর দলটি ইতিমধ্যে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসী । সেকথা মাথায় রেখে ফাওলার নিজেদের আন্ডারডগ বলতে কসুর করেননি । একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন আন্ডারডগরাও ভালো কিছু করতে পারে । এবং সেটা তাঁদের ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায় । টানা তিন ম্যাচ হারের পরে পয়েন্টের খোঁজে লাল হলুদ । এই অবস্থায় দলের মানসিক দৃঢ়তা ধরে রাখতে ফাওলারের মুখে প্রত্যাশিত ইতিবাচক বার্তা । দলের তিন ম্যাচের অভিজ্ঞতা এবং অন্য দলগুলোর পারফরম্যান্স গ্রাফ দেখে লাল হলুদ হেডস্যার মনে করেন, প্রতিটি দলই যে কোনও ম্যাচ জেতার ক্ষমতা রাখে । তাই সব ম্যাচ কঠিন । ফাওলার বলেন, ‘‘পারফরম্যান্সের দিক থেকে আমরা খুব খারাপ খেলিনি । কিন্তু ফলাফল আমাদের বিরুদ্ধে গিয়েছে’’।
এসসি ইস্টবেঙ্গলের ব্যর্থতার কারণ হিসেবে স্ট্রাইকারের অভাবকে বড় করে দেখানো হচ্ছে । ফাওলার এই অবস্থায় দলের পাশে দাঁড়াচ্ছেন। বলেন, ‘‘গোল না হওয়া নিয়ে আমি চিন্তিত নই । কারণ যেকোনও স্ট্রাইকারকে এই পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় ৷ তাই আমার কাছে গোলের সুযোগ তৈরি হচ্ছে কি না সেটাই গুরুত্বপূর্ণ । তাই গোলের সুযোগ তৈরি যখন হচ্ছে তখন আমি চিন্তিত নই । শুধু তাই নয়, রেফারির কয়েকটি সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে । সেগুলো আমাদের পক্ষে আসলে ছবিটা বদলে যেতে পারত ।’’অন্য়দিকে, ইস্টবেঙ্গলের সমস্যা বাড়িয়েছে ড্যানি ফক্স, অ্যারন হ্যালোওয়ে, লোকেন মিতেইয়ের চোট । ফাওলার বলেন, চোট সারতে কতদিন লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় । তবে, তাঁরা দ্রুত মাঠে ফিরবে বলে আশাবাদী তিনি ।
আরও পড়ুন : তিন ম্যাচে হারের কথা ভুলে যেতে বলছেন মাঘোমা
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক জামশেদপুর এফসির ভালকিস । গত আইএসএলের সোনার বুট উঠেছিল তাঁরই হাতে । দুরন্ত ফর্মে থাকা ভালকিস যে কোনও রক্ষণের কাছে দুশ্চিন্তার । সেকথা মাথায় রেখে ফাওলার বলেন, ‘‘আলাদা কোনও পরিকল্পনা নেই । কোনও স্ট্রাইকার ফর্মে থাকলে তাঁকে থামানো কঠিন । তাই মাঠে নেমে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব । তা ছাড়া আমরা প্রথমে গোল করার উপর জোর দিতে চাই । কারণ দেখা যাচ্ছে, প্রতিপক্ষ আগে গোল করলে সমতায় ফেরা কঠিন হচ্ছে । তাই ভালকিসকে থামানোর পাশাপাশি সুযোগ কাজে লাগিয়ে প্রথমে গোল করতে চাই।’’