পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SC Eastbengal : লাল-হলুদের কোচিং স্টাফে এবার সবুজ-মেরুনের প্রাক্তন

29 সেপ্টেম্বর ফুটবলারদের নিয়ে গোয়ায় পৌঁছে যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। সেভাবেই ফুটবলারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি ফুটবলাররা দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন। কোচ ম্যানুয়াল ডিয়াজ অন্তত পাঁচ সপ্তাহের প্রস্তুতি চাইছেন ৷ 21 নভেম্বর আইএসএলে খেলতে নামবে লাল-হলুদ।

joseph ronald
লাল-হলুদের কোচিং স্টাফে এবার সবুজ-মেরুনের প্রাক্তন

By

Published : Sep 25, 2021, 8:49 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : জোসেফ রোনাল্ড ডি অ্যাঞ্জেলসকে হেড অফ স্পোর্টস সায়েন্স নিযুক্ত করল এসসি ইস্টবেঙ্গল। শনিবার সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে লাল-হলুদ। কলকাতার এই ক্লাবে কোচিং ব্রিগেডে যোগ দেওয়ার আগে ভুটানের ফুটবল ফেডারেশনের হেড অফ স্পোর্টস সায়েন্স হিসেবে কাজ করেছেন ডি অ্যাঞ্জেলস । 48 বছর বয়সি মালয়েশিয়াজাত জোসেফ কাজ করেছেন নিজের দেশের ক্লাবেও। এছাড়াও মায়ানমারের ক্লাব দলের হয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

2012 সালে করিম বেঞ্চারিফা কোচ থাকাকালীন মোহনবাগানে কাজ করেছেন জোসেফ । সেদিক থেকে ফের কলকাতায় আসছেন তিনি। তবে এবার লাল-হলুদে। বিভিন্ন বিখ্যাত কোচেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন জোসেফ বলেন, "এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। ঐতিহ্যবাহী ক্লাব, তাদের সাফল্য বাড়িয়ে নিয়ে যাওয়া আমার উদ্দেশ্য। ফুটবলারদের শারীরিকভাবে ফিট করে তুলে তাদের পরবর্তী পর্বে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের রি-হ্যাব আমার জানা রয়েছে ।"

আরও পড়ুন :এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ হলেন অ্যাঞ্জেলো পুবেলা গার্সিয়া

শুক্রবার লাল-হলুদে যোগ দিয়েছেন রিয়েল মাদ্রিদের প্রাক্তন সহকারি কোচ অ্যাঞ্জেল গার্সিয়া । চিফ কোচ ম্যানুয়াল দিয়াজের সহকারি হিসেবে কাজ করবেন তিনি। গার্সিয়ার রিয়াল মাদ্রিদে কিংবদন্তি ম্যানেজার ভিন্সেন্ট দেল বস্কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাফায়েল বেনিতেজের সঙ্গেও কাজ করেছেন তিনি। 29 সেপ্টেম্বর ফুটবলারদের নিয়ে গোয়ায় পৌঁছে যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। সেভাবেই ফুটবলারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি ফুটবলাররা দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন। কোচ ম্যানুয়াল ডিয়াজ অন্তত পাঁচ সপ্তাহের প্রস্তুতি চাইছেন ৷ 21 নভেম্বর আইএসএলে খেলতে নামবে লাল-হলুদ। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ইতিমধ্যে হোটেল নির্বাচিত করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। গত বছরের তুলনায় দল ভাল হয়েছে। গত বছর হতাশাজনক পারফরম্যান্স ফলে এবার আইএসএলে ভাল ফল করাই লক্ষ্য এসসি ইস্টবেঙ্গলের।

ABOUT THE AUTHOR

...view details