কলকাতা, 7 জুলাই : রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন ডিফেন্ডার জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়কে দলে নিল মোহনবাগান । তিরিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারটি গত মরসুমে হংকংয়ের লি মান ক্লাবে খেলেছেন । কোচ কিবু ভিকুনার তৎপরতায় জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়কে সই করানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সবুজ মেরুন কর্তারা ।
মোহনবাগানে যোগ দেবেন রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তন ডিফেন্ডার - spain
রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন ডিফেন্ডার জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ়কে দলে নিল মোহনবাগান ।
আগামী কাল গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান । সেখানে দশ দিনের আবাসিক শিবির । নতুন স্প্যানিশ ডিফেন্ডারটি সেখানেই সরাসরি যোগ দেবেন । নতুন মরসুমে সবুজ মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে স্প্যানিশ ডিফেন্ডারটি বলেন, "বহু বছর ক্লাব ফুটবল খেলেছি । নতুন মরসুমে মোহনবাগানে খেলব । ভারতীয় ক্লাব ফুটবলে খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি । ক্লাবের ম্যানেজমেন্টের লোকেদের সঙ্গে কথা বলে খুশি । শুনেছি বেশ কয়েকজন স্প্যানিশ ফুটবলার রয়েছেন । তাঁদের সঙ্গে একযোগে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য ।"
হংকংয়ের ক্লাব থেকে ভারতের মোহনবাগানে আসছেন জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ় । তারও আগে তিনি 2008-09 মরসুমে ইউডি আলমেরিয়া B-তে খেলেছিলেন । তার পর লুসেনা CF, করডোবা CF B, দেপোর্টিভো ডে লা করুনা B ক্লাবে খেলেছেন । পোল্যান্ডের ক্লাব দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর । আক্রমণাত্মক ফুটবলের জন্য দক্ষ সেন্ট্রাল ডিফেন্ডারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন কিবু ভিকুনা । তাঁর সেই পরিকল্পনা সফল করতেই সম্ভবত জ়েভিয়ার গঞ্জালেস মুনোজ় সেরা বাজি হতে পারেন ।