সাও পাওলো, 18 সেপ্টেম্বর : ফের আইসিইউ-তে পেলে ৷ শুক্রবার শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে সাও পাওলোর একটি হাসপাতালের ভর্তি করা হয়েছে ৷ কিছুদিন আগেই অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছেন 80 বছরের এই ফুটবল কিংবদন্তি ৷ তারপর সুস্থই ছিলেন ৷ আইসিইউ থেকে বেরিয়ে ইনস্টাগ্রামে হাসিমুখে অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ৷ তবে শুক্রবার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় ফের তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে ৷
রুটিন মেনে কার্ডিওভাসকুলার ও অন্যান্য শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। চেক আপের সময়ে তাঁর কোলনে টিউমার ধরা পড়ে। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎকরা ৷ 80 বছরের ফুটবল কিংবদন্তির কোলন টিউমারের সফল অস্ত্রোপচার হয় ৷ এরপর আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে ৷ অস্ত্রোপচারের পর নিজের সোশ্যাল মিডিয়ায় এটাকে 'গ্রেট ভিকট্রি' অ্যাখ্যা দেন ফুটবল সম্রাট ৷